রবিবার শেষ হয়েছে টি-টোয়েন্টি সিরিজ়। সামনেই ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়। তার প্রস্তুতি শুরু করবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। সেই খবর রয়েছে। আইএসএলে পঞ্জাব ম্যাচের আগে মোহনবাগানের প্রস্তুতির খবরও রয়েছে। কেমন চলছে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি।
ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের প্রস্তুতি কোহলিদের
টি-টোয়েন্টি সিরিজ় জিতেছে ভারত। এ বার ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের এক দিনের সিরিজ় রয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু সিরিজ়। প্রথম খেলা নাগপুরে। এক দিনের ক্রিকেটে ফিরছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তিনটি ম্যাচই পাবেন তাঁরা। ইংল্যান্ড সিরিজ়ের প্রস্তুতি শুরু করবেন রোহিত, কোহলিরা। সেই সব খবর রয়েছে।
ঘরের মাঠে বিপক্ষে পঞ্জাব, তার আগে কেমন চলছে মোহনবাগানের প্রস্তুতি

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
শনিবার মহমেডানের বিরুদ্ধে ডার্বি জিতেছে মোহনবাগান। মাঠে পর পর দু’ম্যাচে পয়েন্ট নষ্ট করার পরে আবার টানা দু’ম্যাচ জিতেছে তারা। বুধবার ঘরের মাঠে পঞ্জাবের বিরুদ্ধে নামবে বাগান। সেই ম্যাচে দুই ফুটবলারকে পাবেন না কোচ হোসে মোলিনা। পঞ্জাবের বিরুদ্ধে নামার আগে কেমন চলছে বাগানের প্রস্তুতি। রয়েছে সেই সব খবর।
আইএসএলে একটিই ম্যাচ, ওড়িশার সামনে নর্থইস্ট
আইএসএলে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামবে ওড়িশা ও নর্থইস্ট। ১৮ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে নর্থইস্ট। ১৭ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে সাত নম্বরে ওড়িশা। ফলে দু’দলই প্লে-অফের জন্য লড়বে। খেলা হবে ওড়িশার ঘরের মাঠে। আজ, সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু খেলা। সরাসরি টেলিভিশনে দেখা যাবে স্পোর্টস ১৮ ও স্টার স্পোর্টস চ্যানেলে। ডিজিটাল মাধ্যমে দেখা যাবে জিয়ো সিনেমা অ্যাপে।
কেমন চলছে চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ মুহূর্তের প্রস্তুতি
আর ১৬ দিন পরে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে কি পুরো তৈরি পাকিস্তানের স্টেডিয়াম? নিরাপত্তার কড়াকড়ি কেমন রয়েছে? চ্যাম্পিয়ন্স ট্রফি সংক্রান্ত সব খবর রয়েছে।