Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৮ নভেম্বর ২০২১ ই-পেপার

Tokyo Olympics: তিরন্দাজিতে অতনু দাস ৩৫ নম্বরে, ছেলেদের বিভাগে অনেক পিছিয়ে তিন ভারতীয়

সংবাদ সংস্থা
টোকিয়ো ২৩ জুলাই ২০২১ ১১:৫৬
তিরন্দাজ অতনু দাস।

তিরন্দাজ অতনু দাস।
—ফাইল চিত্র

বাছাই পর্বে ৩৫তম স্থানে শেষ করলেন তিরন্দাজ অতনু দাস। ৭২টি তির মেরে তাঁর সংগ্রহ ৬৫৩ পয়েন্ট। ভারতীয়দের মধ্যে সব চেয়ে বেশি পয়েন্ট পেয়েছেন প্রবীণ যাদব। তাঁর সংগ্রহ ৬৫৬ পয়েন্ট। ৩১তম স্থানে তিনি।

শুক্রবার দীপিকা কুমারী বাছাই পর্বে নবম স্থানে শেষ করেছিলেন। অতনুরা আরও অনেকটাই পিছিয়ে রইলেন। পুরুষদের বিভাগে ভারতের তিন তিরন্দাজ রয়েছেন ৩১তম (প্রবীণ যাদব), ৩৫তম (অতনু দাস) এবং ৩৭তম (তরুণদীপ রাই) স্থানে। তরুণদীপের সংগ্রহ ৬৫২ পয়েন্ট। অতনু এবং প্রবীণ প্রথম ভাগের শেষে ৩২৯ পয়েন্ট সংগ্রহ করেছিলেন। রাইয়ের ছিল ৩২৩ পয়েন্ট।

ছেলেদের তিরন্দাজির বাছাই পর্বে শীর্ষে রয়েছেন দক্ষিণ কোরিয়ার জে ডিওক কিম (৬৮৮ পয়েন্ট)। তিরন্দাজিতে ছেলে এবং মেয়ে দুই বিভাগেই দাপট দেখালেন দক্ষিণ কোরিয়ার প্রতিযোগীরা।

Advertisement

বাছাই পর্বের পর শুরু হবে মূল পর্ব। সেখানে অতনুরা নিজেদের মেলে ধরতে পারেন কি না, নজর থাকবে সেই দিকে।

আরও পড়ুন

Advertisement