Advertisement
২৩ এপ্রিল ২০২৪
P V Sindhu

সিন্ধু, মেরিদের জন্য নিয়ম শিথিল করলেন টোকিয়ো অলিম্পিক্সের আয়োজকরা

বার বার জমা দিতে হবে না কোভিড রিপোর্ট।

পি ভি সিন্ধু।

পি ভি সিন্ধু। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৫ জুন ২০২১ ১৯:০৭
Share: Save:

ভারতের চাপে নিয়ম শিথিল করলেন টোকিয়ো অলিম্পিক্সের আয়োজকরা। এখন থেকে টোকিয়ো যাওয়ার ৯৬ ঘণ্টা এবং ৭২ ঘণ্টা আগে কোভিড রিপোর্ট জমা করলেই হবে। এর থেকে বেশি রিপোর্ট জমা দেওয়ার দরকার নেই।

তবে নির্দিষ্ট পরীক্ষাগার থেকেই ক্রীড়াবিদদের কোভিড পরীক্ষা করাতে হবে। ক্রীড়াবিদরা যেখানে রয়েছেন, সেখানকার নির্দিষ্ট পরীক্ষাগারে অথবা সাইয়ের আঞ্চলিক কেন্দ্রগুলিতে পরীক্ষা করাতে হবে। এরপর সেটি নির্দিষ্ট ওয়েবসাইটে বা অ্যাপে গিয়ে আপলোড করতে হবে।

টোকিয়ো অলিম্পিক্সে ভারতের শেফ দ্য মিশন প্রেম বর্মা বলেছেন, “আগে বলা হয়েছিল, টোকিয়ো যাওয়ার ১৪ দিন আগে থেকে প্রতিদিনের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য মোবাইল অ্যাপে আপলোড করতে হবে। এখন সেটা কমিয়ে সাত দিন করা হয়েছে। এ ছাড়া, কোভিড রিপোর্ট আপলোড করার পর একটি কিউআর কোড পাওয়া যাবে। সেটা টোকিয়োয় নামার পর অভিবাসন দফতরে দেখালে দেশে ঢোকার সবুজ সংকেত পাওয়া যাবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

mary kom P V Sindhu 2020 Tokyo Olympics
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE