টোকিয়োয় অলিম্পিক্স হওয়া নিয়ে জল্পনা চলছে। এর মাঝেই হঠাৎ আয়োজনের দৌড়ে চলে এল আমেরিকার শহর ফ্লোরিডা। সরকারি ভাবে চিঠি লিখে তারা জানিয়েছে, একান্তই টোকিয়া এই প্রতিযোগিতা আয়োজন করতে না পারলে তারা তৈরি।
অলিম্পিক্সের প্রস্তুতি বহু বছর আগে থেকে শুরু হয়। আগামী ২৩ জুলাই থেকে শুরু টোকিয়ো অলিম্পিক্স। এই অল্প সময়ে কী করে এত বড় মাপের প্রতিযোগিতা আয়োজনের কথা ভাবছে ফ্লোরিডা, তা নিয়ে জল্পনা দেখা দিয়েছে। আমেরিকাতে যেখানে করোনাভাইরাসের প্রকোপ সবথেকে বেশি, সেখানকার এক শহরে অলিম্পিক্স আয়োজন করা কতটা সমীচীন তা নিয়েও প্রশ্ন উঠেছে।
ফ্লোরিডার মুখ্য আর্থিক অফিসার জিমি প্যাট্রোনিস গত সপ্তাহেই নাকি একটি চিঠি পাঠিয়েছিলেন আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির (আইওসি) প্রধান টমাস বাখকে। অনুরোধ করেন, এখনও ফ্লোরিডায় এসে সবকিছু খতিয়ে দেখে যাওয়ার সময় রয়েছে।” তবে এই চিঠিকে বিশেষ পাত্তা দিতে নারাজ অলিম্পিক্স কমিটির কর্তারা।