Advertisement
২৬ এপ্রিল ২০২৪
cricket

সচিনকে সেঞ্চুরিতে ধরতে রইল বাকি দশ

সচিন তেন্ডুলকরের সঙ্গে বিরাট কোহালির তুলনায় মজেছে ক্রিকেটবিশ্বে। সদ্য দ্রুততম ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে সচিনের দশ হাজার রানে পৌঁছনোর রেকর্ড ভেঙেছেন বিরাট। সচিনকে টপকে যেতে বিরাটের প্রয়োজন আর ১০ ওয়ান ডে সেঞ্চুরি। দেখে নেওয়া যাক মোট ওয়ান ডে সেঞ্চুরির তালিকায় প্রথম দশে কারা রয়েছেন।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০১৯ ১৪:৪২
Share: Save:
০১ ১১
সচিন তেন্ডুলকরের সঙ্গে বিরাট কোহালির তুলনায় মজেছে ক্রিকেটবিশ্বে। সদ্য দ্রুততম ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে সচিনের দশ হাজার রানে পৌঁছনোর রেকর্ড ভেঙেছেন বিরাট। সচিনকে টপকে যেতে বিরাটের প্রয়োজন আর ১০ ওয়ান ডে সেঞ্চুরি। দেখে নেওয়া যাক মোট ওয়ান ডে সেঞ্চুরির তালিকায় প্রথম দশে কারা রয়েছেন।

সচিন তেন্ডুলকরের সঙ্গে বিরাট কোহালির তুলনায় মজেছে ক্রিকেটবিশ্বে। সদ্য দ্রুততম ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে সচিনের দশ হাজার রানে পৌঁছনোর রেকর্ড ভেঙেছেন বিরাট। সচিনকে টপকে যেতে বিরাটের প্রয়োজন আর ১০ ওয়ান ডে সেঞ্চুরি। দেখে নেওয়া যাক মোট ওয়ান ডে সেঞ্চুরির তালিকায় প্রথম দশে কারা রয়েছেন।

০২ ১১
এক নম্বরে রয়েছেন সচিন। ৪৫২টি ইনিংসে ১৮৪২৬ রান করেছেন, সর্বোচ্চ রান ২০০। গড় ৪৪.৮৩, স্ট্রাইক রেট ৮৬.২৩, মোট সেঞ্চুরি ৪৯।

এক নম্বরে রয়েছেন সচিন। ৪৫২টি ইনিংসে ১৮৪২৬ রান করেছেন, সর্বোচ্চ রান ২০০। গড় ৪৪.৮৩, স্ট্রাইক রেট ৮৬.২৩, মোট সেঞ্চুরি ৪৯।

০৩ ১১
সুনীল গাওস্কর বলেছেন, ফিটনেস ঠিক রাখতে পারলে ক্রিকেট-দুনিয়ার সব রেকর্ড ভেঙে দেবেন কোহালি। কোহালি ২১০টি ইনিংসে ১০৩৩৯ রান করেছেন, সর্বোচ্চ রান ১৮৩। গড় ৫৯.৭৬, স্ট্রাইক রেট ৯২.৮৪, মোট সেঞ্চুরি ৩৯।

সুনীল গাওস্কর বলেছেন, ফিটনেস ঠিক রাখতে পারলে ক্রিকেট-দুনিয়ার সব রেকর্ড ভেঙে দেবেন কোহালি। কোহালি ২১০টি ইনিংসে ১০৩৩৯ রান করেছেন, সর্বোচ্চ রান ১৮৩। গড় ৫৯.৭৬, স্ট্রাইক রেট ৯২.৮৪, মোট সেঞ্চুরি ৩৯।

০৪ ১১
বিরাটের পরে তিন নম্বরে রয়েছেন রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক পন্টিং বহু দিন অবসর নিয়েছেন। তিনি ৩৬৫টি ইনিংসে ১৩৭০৪ রান করেছেন, সর্বোচ্চ রান ১৬৪। গড় ৪২.০৩, স্ট্রাইক রেট ৮০.৩৯, মোট সেঞ্চুরি ৩০।

বিরাটের পরে তিন নম্বরে রয়েছেন রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক পন্টিং বহু দিন অবসর নিয়েছেন। তিনি ৩৬৫টি ইনিংসে ১৩৭০৪ রান করেছেন, সর্বোচ্চ রান ১৬৪। গড় ৪২.০৩, স্ট্রাইক রেট ৮০.৩৯, মোট সেঞ্চুরি ৩০।

০৫ ১১
সনৎ জয়সূর্য, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়কের দখলে রয়েছে ২৮টি ওয়ান ডে সেঞ্চুরি। তিনি ৪৩৩টি ইনিংসে ১৩৪৩০ রান করেছেন, সর্বোচ্চ রান ১৮৯। গড় ৩২.৩৬, স্ট্রাইক রেট ৯১.২০।

সনৎ জয়সূর্য, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়কের দখলে রয়েছে ২৮টি ওয়ান ডে সেঞ্চুরি। তিনি ৪৩৩টি ইনিংসে ১৩৪৩০ রান করেছেন, সর্বোচ্চ রান ১৮৯। গড় ৩২.৩৬, স্ট্রাইক রেট ৯১.২০।

০৬ ১১
দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার হাশিম আমলা রয়েছেন পাঁচ নম্বরে। ১৬৬টি ইনিংসে মোট ৭৬৯৬ রান করেছেন আমলা, সর্বোচ্চ রান ১৫৯। গড় ৪৯.৬৫, স্ট্রাইক রেট ৮৯.৩০। তাঁর দখলে রয়েছে ২৬টি সেঞ্চুরি। হাশিম কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে দিব্যি খেলছেন।

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার হাশিম আমলা রয়েছেন পাঁচ নম্বরে। ১৬৬টি ইনিংসে মোট ৭৬৯৬ রান করেছেন আমলা, সর্বোচ্চ রান ১৫৯। গড় ৪৯.৬৫, স্ট্রাইক রেট ৮৯.৩০। তাঁর দখলে রয়েছে ২৬টি সেঞ্চুরি। হাশিম কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে দিব্যি খেলছেন।

০৭ ১১
দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার এ বি ডেভিলিয়ার্স ২১৮টি ইনিংসে মোট ৯৫৭৭ রান করেছেন, সর্বোচ্চ রান ১৭৬। গড় ৫৩.৫০, স্ট্রাইক রেট ১০১.০৯। তাঁর দখলে রয়েছে ২৫টি সেঞ্চুরি। তবে তিনি অবসর নিয়েছেন।

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার এ বি ডেভিলিয়ার্স ২১৮টি ইনিংসে মোট ৯৫৭৭ রান করেছেন, সর্বোচ্চ রান ১৭৬। গড় ৫৩.৫০, স্ট্রাইক রেট ১০১.০৯। তাঁর দখলে রয়েছে ২৫টি সেঞ্চুরি। তবে তিনি অবসর নিয়েছেন।

০৮ ১১
শ্রীলঙ্কার ক্রিকেটার কুমার সাঙ্গাকারাও অবসর নিয়েছেন ক্রিকেট থেকে। ৩৮০টি ইনিংসে মোট ১৪২৩৪ রান করেছেন, সর্বোচ্চ রান ১৬৯। গড় ৪১.৯৮, স্ট্রাইক রেট ৭৮.৮৬। তাঁর দখলেও রয়েছে ২৫টি সেঞ্চুরি।

শ্রীলঙ্কার ক্রিকেটার কুমার সাঙ্গাকারাও অবসর নিয়েছেন ক্রিকেট থেকে। ৩৮০টি ইনিংসে মোট ১৪২৩৪ রান করেছেন, সর্বোচ্চ রান ১৬৯। গড় ৪১.৯৮, স্ট্রাইক রেট ৭৮.৮৬। তাঁর দখলেও রয়েছে ২৫টি সেঞ্চুরি।

০৯ ১১
ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট তারকা ক্রিস গেইল ২৭৯টি ইনিংসে মোট ৯৭৭৭ রান করেছেন, সর্বোচ্চ রান ২১৫। গড় ৩৭.১২, স্ট্রাইক রেট ৮৫.৮২। তাঁর দখলে রয়েছে ২৩টি সেঞ্চুরি। তিনিও আন্তর্জাতিক ক্রিকেটে খেলছেন এই মুহূর্তে।

ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট তারকা ক্রিস গেইল ২৭৯টি ইনিংসে মোট ৯৭৭৭ রান করেছেন, সর্বোচ্চ রান ২১৫। গড় ৩৭.১২, স্ট্রাইক রেট ৮৫.৮২। তাঁর দখলে রয়েছে ২৩টি সেঞ্চুরি। তিনিও আন্তর্জাতিক ক্রিকেটে খেলছেন এই মুহূর্তে।

১০ ১১
হিটম্যান রোহিত শর্মা ১৮৯টি ইনিংসে মোট ৭৬৩০ রান করেছেন, সর্বোচ্চ রান ২৬৪। গড় ৪৮.২৯, স্ট্রাইক রেট ৮৮.৮৫। রোহিতের দখলে রয়েছে ২২টি সেঞ্চুরি।

হিটম্যান রোহিত শর্মা ১৮৯টি ইনিংসে মোট ৭৬৩০ রান করেছেন, সর্বোচ্চ রান ২৬৪। গড় ৪৮.২৯, স্ট্রাইক রেট ৮৮.৮৫। রোহিতের দখলে রয়েছে ২২টি সেঞ্চুরি।

১১ ১১
সেঞ্চুরিতে রোহিত যাকে ছুঁলেন সম্প্রতি, তিনি হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ ৩০০টি ইনিংসে মোট ১১৩৬৩ রান করেছেন, সর্বোচ্চ রান ১৮৩। গড় ৪১.০২, স্ট্রাইক রেট ৭৩.৭০। তাঁর দখলে রয়েছে ২২টি সেঞ্চুরি।

সেঞ্চুরিতে রোহিত যাকে ছুঁলেন সম্প্রতি, তিনি হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ ৩০০টি ইনিংসে মোট ১১৩৬৩ রান করেছেন, সর্বোচ্চ রান ১৮৩। গড় ৪১.০২, স্ট্রাইক রেট ৭৩.৭০। তাঁর দখলে রয়েছে ২২টি সেঞ্চুরি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE