সুলতান আজলান শাহ হকির ফাইনালে উঠে গেল ভারত। শনিবার মালয়েশিয়ায় কানাডাকে ১৪-৩ গোলে হারাল তারা। একাই চার গোল করেছেন যুগরাজ সিংহ। পয়েন্ট তালিকায় সবার উপরে শেষ করে ফাইনালে উঠেছে ভারত। ট্রফির লড়াইয়ে তাদের সামনে বেলজিয়াম, যাদের কাছে গ্রুপ পর্বে হেরেছিল ভারত।
শনিবারই ছোটদের বিশ্বকাপে ওমানকে ১৭-০ গোলে হারাল ভারতীয় দল। ঘরের মাঠে এটি তাদের দ্বিতীয় জয়। হ্যাটট্রিক করেছেন অর্শদীপ, মনমীত এবং দিলরাজ। দু’টি করে গোল অজিত, গুরজ্যোত এবং ইঙ্গালেমবার। একটি করে গোল করেছেন অনমোল এবং শারদানন্দ। ২ ডিসেম্বর গ্রুপ পর্বে ভারতের শেষ ম্যাচ সুইৎজ়ারল্যান্ডের বিরুদ্ধে।
কানাডার বিরুদ্ধে চতুর্থ মিনিটেই গোল করে ভারতকে এগিয়ে দেন নীলকান্ত শর্মা। ১০ মিনিটে রাজিন্দর সিংহ গোল করেন। হঠাৎ পাল্টা প্রতিরোধ শুরু করে তারা। একাধিক পেনাল্টি কর্নার আদায় করে। ১১ মিনিটে ব্রেন্ডান গুরালিউক একটি গোল শোধ করেন।
তবে ভারত ব্যবধান বাড়াতে সময় নেয়নি। যুগরাজ এবং অমিত রোহিদাস পর পর গোল করেন। প্রথম কোয়ার্টারে ৪-১ এগিয়েছিল ভারত। এই প্রতিযোগিতায় সিনিয়র খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া হয়েছে। ফলে তরুণদের উপরেই দায়িত্ব ছিল দেশকে গর্বিত করার। সেই কাজ ভাল ভাবেই পালন করেছেন তাঁরা। দ্বিতীয় কোয়ার্টারে রাজিন্দর, দিলপ্রীত এবং যুগরাজ গোল করেন।
আরও পড়ুন:
৭-১ এগিয়ে থাকা ভারত তৃতীয় কোয়ার্টারে অপ্রতিরোধ্য হয়ে ওঠে। কানাডার ম্যাথু সারমেন্টো একটি গোল শোধ করলেও যুগরাজ হ্যাটট্রিক করেন। সেলভাম কার্তি গোল করে ভারতকে ৯-২ এগিয়ে দেন। চতুর্থ কোয়ার্টারে মোট ছ’টি গোল হয়। তার মধ্যে রোহিদাস দ্বিতীয় এবং যুগরাজ চতুর্থ গোল করেন। সঞ্জয়ের গোলের পর শেষ দিকে জোড়া গোল করেন অভিষেক।