Advertisement
E-Paper

উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে শীর্ষ বাছাই সাবালেঙ্কা, রবিবার কোনও অঘটন নেই প্রতিযোগিতায়

এ বারের অঘটনের উইম্বলডনে রবিবার কোনও অঘটন ঘটেনি। সাবালেঙ্কা ৬-৪, ৭-৬ (৭-৪) গেমে হারিয়েছেন ২৪ নন্বর বাছাই এলিস মার্টিনেজ়কে। মহিলাদের অন্য প্রি-কোয়ার্টার ফাইনালে লড়াই ছিল চার অবাছাইয়ের।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ জুলাই ২০২৫ ০০:৫১
উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে উঠে গেলেন এরিনা সাবালেঙ্কা।

উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে উঠে গেলেন এরিনা সাবালেঙ্কা। ছবি: রয়টার্স।

উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে উঠে গেলেন এরিনা সাবালেঙ্কা। মহিলাদের শীর্ষ বাছাই স্ট্রেট সেটে প্রি-কোয়ার্টার ফাইনালে জিতলেন।

এ বারের অঘটনের উইম্বলডনে রবিবার কোনও অঘটন ঘটেনি। সাবালেঙ্কা ৬-৪, ৭-৬ (৭-৪) গেমে হারিয়েছেন ২৪ নন্বর বাছাই এলিস মার্টিনেজ়কে। মহিলাদের অন্য প্রি-কোয়ার্টার ফাইনালে লড়াই ছিল চার অবাছাইয়ের। আনাস্থাসিয়া পাভলিউচেঙ্কোভা ৭-৬ (৭-৩), ৬-৪ গেমে হারিয়েছেন সোনাই কার্টালকে। লোরা সিগেমুন্ড ৬-৩, ৬-২ গেমে হারিয়েছেন সোলানা সিয়েরাকে।

পুরুষদের সিঙ্গলসে পঞ্চম বাছাই টেলর ফ্রিৎজ ওয়াকওভার পেয়েছেন জর্ডন থমসনের বিরুদ্ধে। ফ্রিৎজ যখন ৬-১, ৩-০ গেমে এগিয়ে ছিলেন, তথন থমসন খেলা ছেড়ে দেন। কারেন খাচানভ ৬-৪, ৬-২, ৬-৩ গেমে হারিয়েছেন কামিল মাচারজাককে। দ্বিতীয় বাছাই কার্লোস আলকারাজ লড়ছেন ১৪ নম্বর বাছাই আন্দ্রে রুবলেভের বিরুদ্ধে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত রুবলেভ প্রথম সেটে ৭-৬ (৭-৫) গেমে জিতেছেন। দ্বিতীয় সেট আলকারাজ জিতেছেন ৬-৩ গেমে।

Wimbledon 2025 Aryna Sabalenka Tennis Carlos Alcaraz
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy