সদ্য সমাপ্ত শ্রীলঙ্কা সফরে প্রতিটি ফর্ম্যাটে ম্যাথিউজদের হোয়াইটওয়াশ করেছে ভারত। টেস্ট এবং ওয়ান ডে ফর্ম্যাটে শ্রীলঙ্কাকে নাস্তানাবুদ করার পর বুধবার সিরিজের এক মাত্র টি২০ ম্যাচটি জিতে শ্রীলঙ্কার কফিনে শেষ পেরেকটি পোঁতে ভারতীয় দল। তবে, ভারতের জয়ের পরই শুরু হয়েছে বিতর্ক। বিতর্কে কেন্দ্রে টস।
বুধবারের ম্যাচে টসের সময় দুই দলের অধিনায়কের সঙ্গে উপস্থিত ছিলেন অফিসিয়াল প্রেজেন্টার মুরলী কার্তিক, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্ট এবং টস রিপ্রেজেন্টেটিভ গৌতম। এই পর্যন্ত সব ঠিকই ছিল। বিপত্তি এর পরই। উপুল থরঙ্গা কয়েন তুললে ‘হেড’ কল করেন ভারত অধিনায়ক বিরাট কোহালি। ম্যাচ রেফারি পাইক্রফ্ট জানান টেল পড়েছে। শ্রীলঙ্কা অধিনায়কের দিকে আঙুল দিয়ে ইঙ্গিতও করেন তিনি। কিন্তু ভুল শুনে কোহালিকে টসের বিজয়ী ঘোষণা করেন মুরলী কার্তিক। এবং কোহালির থেকে তাঁর সিদ্ধান্তের কথাও জেনে নেন।
আরও পড়ুন: যে যে কারণে টি ২০ ক্রিকেট থেকে অবসর নেওয়া উচিত ধোনির