Advertisement
১১ মে ২০২৪

হার্দিকদের কড়া দাওয়াই দরকার ছিল, মত শাস্ত্রীর

বুধবার একটি টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিতে গিয়ে শাস্ত্রী বলেন, ‘‘ওই মন্তব্যের জন্য হার্দিক ও রাহুলের কড়া দাওয়াইয়ের প্রয়োজন ছিল। ওই ঘটনার পরে যথেষ্ট শিক্ষা পেয়েছে ওরা দু’জন। যেটা ওদের পক্ষে ভাল হয়েছে।’’

সোজাসাপ্টা: হার্দিকরা শিক্ষা পেয়েছেন, ধারণা শাস্ত্রীর। ফাইল চিত্র

সোজাসাপ্টা: হার্দিকরা শিক্ষা পেয়েছেন, ধারণা শাস্ত্রীর। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৪ মার্চ ২০১৯ ০৪:১৭
Share: Save:

টিভি অনুষ্ঠানে লিঙ্গবৈষম্যমূলক মন্তব্যের জন্য হার্দিক পাণ্ড্য ও কে এল রাহুলের কড়া দাওয়াইয়ের প্রয়োজন ছিল। বলছেন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী।

বুধবার একটি টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিতে গিয়ে শাস্ত্রী বলেন, ‘‘ওই মন্তব্যের জন্য হার্দিক ও রাহুলের কড়া দাওয়াইয়ের প্রয়োজন ছিল। ওই ঘটনার পরে যথেষ্ট শিক্ষা পেয়েছে ওরা দু’জন। যেটা ওদের পক্ষে ভাল হয়েছে।’’

ভারতীয় ক্রিকেট দলের কোচ রবি শাস্ত্রী আরও বলেন, ‘‘ভুল মন্তব্য বা কাজ করলে শাস্তি পেতেই হবে আপনাকে। কিন্তু সেখানেই পৃথিবীটা শেষ হয়ে যায় বলে আমি মনে করি না। কারণ এই ধরনের অভিজ্ঞতা কিছু কিছু মানুষকে আরও শক্ত, দায়িত্বশীল ও বুদ্ধিমান হতে সাহায্য করে।’’

গত জানুয়ারির শুরুতে করণ জোহরের টিভি শো ‘কফি উইথ করণ’-এ গিয়ে নিজেদের সম্পর্ক, ভাল লাগা, প্রিয় ছবি, অভিনেতা, অভিনেত্রীদের সম্পর্কে বলতে গিয়ে এমন কিছু মন্তব্য করেছিলেন এই দুই ক্রিকেটার যা লিঙ্গবৈষম্যমূলক।

এ দিন বিদেশ সফরে ক্রিকেটারদের বান্ধবী নিয়ে যাওয়া সম্পর্কে ভারতীয় ক্রিকেট বোর্ড ও দলের মতবৈষম্য সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল। যে সম্পর্কে শাস্ত্রী বলেন, ‘‘খেলোয়াড়রা জানে, যদি এর ফলে তাঁদের পারফরম্যান্স খারাপ হয়, তা হলে সেই মতো সিদ্ধান্ত নেবে। তবে ঘর ছেড়ে মাসের পর মাস বাইরে থাকে ক্রিকেটাররা। তাই একটু বাস্তববাদী হওয়ার প্রয়োজন রয়েছে। তবে বিশ্বকাপ বা তার মতো বড় কোনও প্রতিযোগিতায় যেখানে ক্রিকেটারদের সর্বক্ষণ মনোনিবেশ করতে হয়, তার ব্যাপারটা আলাদা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE