Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Dimitris Dimitriou

গড়াপেটার বিস্ফোরক অভিযোগ, কোচকে বরখাস্ত করল ট্রাউ

আই লিগের প্রথম ডিভিশনে এই মরসুমেই অভিষেক হয়েছে ট্রাউয়ের। প্রাক‌্‌-মরসুম প্রস্তুতির পরেই কোচের পদ থেকে দিমিত্রিসকে বরখাস্ত করেছিলেন ট্রাউ কর্তারা।

চর্চায়: ট্রাউ কোচ দিমিত্রিসকে বরখাস্ত করা নিয়ে চাঞ্চল্য। ফাইল চিত্র

চর্চায়: ট্রাউ কোচ দিমিত্রিসকে বরখাস্ত করা নিয়ে চাঞ্চল্য। ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২০ ০২:১২
Share: Save:

প্রজাতন্ত্র দিবসে উত্তাল ভারতীয় ফুটবল। গড়াপেটার অভিযোগে কোচ দিমিত্রিস দিমিত্রিউকে বরখাস্ত করল ট্রাউ এফসি। রবিবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় ট্রাউয়ের তরফে জানানো হয়েছে, ‘‘দিমিত্রিসকে কোচের পদ থেকে বরখাস্ত করা হয়েছে। পূর্ণাঙ্গ তদন্তের পরেই বরখাস্ত করার কারণ জানানো হবে।’’

আই লিগের প্রথম ডিভিশনে এই মরসুমেই অভিষেক হয়েছে ট্রাউয়ের। প্রাক‌্‌-মরসুম প্রস্তুতির পরেই কোচের পদ থেকে দিমিত্রিসকে বরখাস্ত করেছিলেন ট্রাউ কর্তারা। কিন্তু প্রথম তিনটি ম্যাচে হারের ধাক্কায় ফিরিয়ে আনা হয় দিমিত্রিসকে। তিনি দায়িত্ব নেওয়ার পরেই দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়ায় ট্রাউ। দিমিত্রিসের কোচিংয়ে শেষ ছ’টি ম্যাচের একটিতেও হারেনি মণিপুরের দলটি। চারটি ম্যাচ জিতে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবলের তৃতীয় স্থানে উঠে এসেছেন অবিনাশ রুইদাস, অভিষেক দাসেরা। এই পরিস্থিতিতে ম্যাচ গড়াপেটার চাঞ্চল্যকর অভিযোগে কোচকেই বরখাস্ত করল ট্রাউ। সূত্রের খবর, কোচের সঙ্গে কয়েক জন ফুটবলারেরও নাকি ম্যাচ গড়াপেটার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পেয়েছেন ট্রাউয়ের কর্তারা। যদিও কোন কোন ফুটবলার জড়িত রয়েছেন, তা নিয়ে এই মুহূর্তে মুখ খুলতে রাজি নন আই লিগের তৃতীয় স্থানে থাকা দলের কর্তারা। রবিবার ট্রাউয়ের চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও) ফুলেন মিতেইকে বার বার ফোন করা হলেও ধরেননি। টেক্সট করে জানান, ব্যস্ততার কারণে কথা বলতে পারছেন না। ফুটবলারেরা অবশ্য কোচের পাশেই দাঁড়াচ্ছেন। তাঁদের কথায়, ‘‘আমাদের সিইও-র সঙ্গে কোচের সংঘাত লেগেই থাকত। এই কারণেই হয়তো কোচকে বরখাস্ত করা হয়েছে।’’ তাঁরা যোগ করেন, ‘‘দিমিত্রিস দায়িত্ব নেওয়ার পরে আমরা কোনও ম্যাচ হারিনি। আই লিগের খেতাবি দৌড়েও রয়েছি। এই অবস্থায় গড়াপেটা কেন করবেন কোচ?’’ সিইওর অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে দিমিত্রিস ফোনে বললেন, ‘‘ঈর্ষা থেকেই আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করেছেন সিইও।’’

গড়াপেটার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কোচকে বরখাস্ত করার খবর ইতিমধ্যেই সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে জানিয়েছেন ট্রাউয়ের কর্তারা। ফেডারেশনের ইনটিগ্রিটি অফিসার প্রাক্তন সিবিআই আধিকারিক জাভেদ সিরাজ জানিয়েছেন, লিখিত অভিযোগ পাওয়ার পরেই তদন্ত শুরু হবে। ট্রাউয়েরও কি শাস্তি হতে পারে? সিবিআইয়ের প্রাক্তন গোয়েন্দা বলেছেন, ‘‘অবশ্যই। অভিযোগ প্রমাণিত হলে নির্বাসিত করা হবে সংশ্লিষ্ট ক্লাবকেও।’’

আরও পড়ুন: চার সেটে জিতে শেষ আটে টেনিসের সামনে ফেডেরার

আরও পড়ুন: সাসপেন্ড হাবাস, আজও ঢুকতে পারবেন না মাঠে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE