Advertisement
২৫ এপ্রিল ২০২৪

জাতীয় কোচকে তোপ সঞ্জয়ের, মর্গ্যান এখন ব্যস্ত পেইনকে নিয়ে

নিষ্ফলা ডার্বির পরের সকালে ভিন্ন মেজাজে দুই কোচ।মোহনবাগান কোচ সঞ্জয় সেন তাঁর দলের গোলকিপার দেবজিতের বঞ্চনায় তোপ দাগলেন জাতীয় কোচ স্টিভন কনস্ট্যান্টাইনের উদ্দেশে।

আলোর খোঁজ। লাল-হলুদ প্র্যাকটিসে নতুন বিদেশি পেইন। সোমবার। -বিশ্বরূপ  বসাক

আলোর খোঁজ। লাল-হলুদ প্র্যাকটিসে নতুন বিদেশি পেইন। সোমবার। -বিশ্বরূপ বসাক

সৌমিত্র কুণ্ডু
শিলিগুড়ি শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০১৭ ০৩:৩৪
Share: Save:

নিষ্ফলা ডার্বির পরের সকালে ভিন্ন মেজাজে দুই কোচ।

মোহনবাগান কোচ সঞ্জয় সেন তাঁর দলের গোলকিপার দেবজিতের বঞ্চনায় তোপ দাগলেন জাতীয় কোচ স্টিভন কনস্ট্যান্টাইনের উদ্দেশে।

আর ইস্টবেঙ্গল কোচ ট্রেভর জেমস মর্গ্যান ব্যস্ত তাঁর চতুর্থ বিদেশি ক্রিস পেইনকে ম্যাচ ফিট করতে।

রবিবার শিলিগুড়িতে জাতীয় কোচ স্টিভন জানিয়েছিলেন, বাগান গোলকিপার দেবজিৎ মজুমদারকে জাতীয় দলে আর ডাকা হবে না। কারণ অতীতে তিনি সুযোগ পেয়েও শিবিরে যোগ না দেওয়ায়। যার পরিপ্রেক্ষিতে এ দিন জাতীয় কোচের ভূমিকা এবং তাঁর অধিকার দুই নিয়েই প্রশ্ন তুলেছেন সবুজ-মেরুন কোচ। সোমবার শিলিগুড়ি থেকে মুম্বই রওনা হওয়ার আগে বাগান কোচ জাতীয় কোচের উদ্দেশে বলেন, ‘‘কে তাঁকে এই অধিকার দিয়েছে? এক জন ফুটবলার দারুণ খেলছে। তাকেই তো সব সময় প্রজেক্ট করা উচিত। সে কোনও কারণে হয়তো যেতে পারেনি। আমি যা শুনলাম তাঁর কাছে টিকিটই পৌঁছয়নি। সে জানেই না, খবরও পায়নি। রাস্তা বন্ধ করার তিনি কে?’’

এ দিন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক ভাইচুং ভুটিয়াকেও কটাক্ষ করেছেন সঞ্জয় সেন, ‘‘এখন তো ভারতীয় ফুটবল চালাচ্ছেন ভাইচুং ভুটিয়া। তাঁর পাশে থেকে স্টিভন যখন বললেন তখন তিনি প্রতিবাদ করলেন না কেন? তিনি তো ফুটবলারদের জন্য একটা অ্যাসোসিয়েশনও করেছেন। তা হলে কীসের অ্যাসোসিয়েশন করলেন তিনি?’’

যাঁকে নিয়ে এত জলঘোলা সেই দেবজিৎ যদিও মুখ খোলেননি। মুম্বই উড়ে যাওয়ার আগে তিনি বলে যান, ‘‘আমি কারও সম্পর্কে কোনও মন্তব্য করব না।’’

এ দিন সঞ্জয় সেনের দল মুম্বই গেলেও দলের সঙ্গে যেতে পারেননি লেফট ব্যাক শুভাশিস বসু। সোমবার সকালে তিনি কলকাতায় ফিরে গিয়েছেন। তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। ১৫ ফেব্রুয়ারি মুম্বই এফসি’র সঙ্গে ম্যাচ তিনি খেলবেন না। এর পর ডিএসকে শিবাজিয়ান্সের সঙ্গে লড়াই মোহনবাগানের। পুণেতে সেই ম্যাচে তাঁকে খেলানোর কথা ভাবা হচ্ছে। চোট নিয়ে দলে অনিশ্চিত হয়ে পড়েছেন সনি নর্ডিও। মুম্বই ম্যাচ থেকে তিন পয়েন্ট তাঁদের দরকার। যে ম্যাচের আগে সনিকে নিয়ে কোচের শঙ্কা রয়ে গেল। এখনই দলের অন্যতম ফুটবলার চোট মুক্ত হবেন কি না তা স্পষ্ট বুঝে উঠতে পারছেন না। তবে চোট সেরে ওঠা নিয়ে তিনি আশাবাদী। কোচ বলেন, ‘‘যদি মুম্বই ম্যাচের আগে চোট সেরে ওঠে তা হলে খেলবে। না হলে খেলবে না।’’

এ দিকে, বুধবারের লাজং ম্যাচের আগে সোমবার কাঞ্চনজঙ্ঘার মাঠে ক্রিস পেইনকে নিয়ে নেমে পড়লেন মর্গ্যান। এ দিন ওয়েডসন, উইলিস প্লাজা-সহ প্রথম দলটিকে বিশ্রাম দিয়েছিলেন কোচ। রিজার্ভ বেঞ্চকে নিয়েই এদিনের অনুশীলন করেন। যার কেন্দ্রে ছিলেন পেইন-ই।

অনুশীলন শেষে মর্গ্যান বলেন, ‘‘পেইন সদ্য এসেছে। ওকে টিমের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য সময় দিতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE