Advertisement
২৪ মে ২০২৪

চোট ও হারের ধাক্কা কাটাতে চান মর্গ্যান

দশ ম্যাচের পর ২১ পয়েন্ট নিয়ে এখনও লিগ টেবলের শীর্ষেই তাঁর দল। কিন্তু আইজল এফসি-র কাছে মরসুমের প্রথম ম্যাচে হারের পর হঠাৎই উত্তপ্ত ট্রেভর জেমস মর্গ্যান!

পাহাড়ে ম্যাচ হেরে ফিরলেন মেহতাবরা। -সুদীপ্ত ভৌমিক

পাহাড়ে ম্যাচ হেরে ফিরলেন মেহতাবরা। -সুদীপ্ত ভৌমিক

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০১৭ ০৩:৩৫
Share: Save:

দশ ম্যাচের পর ২১ পয়েন্ট নিয়ে এখনও লিগ টেবলের শীর্ষেই তাঁর দল। কিন্তু আইজল এফসি-র কাছে মরসুমের প্রথম ম্যাচে হারের পর হঠাৎই উত্তপ্ত ট্রেভর জেমস মর্গ্যান! মঙ্গলবার বিকেলে কলকাতা ফিরে কিছুটা অভিযোগের সুরেই তিনি বলে ফেললেন, ‘‘বাইরে থেকে আমার উপর চাপ তৈরির চেষ্টা হচ্ছে।’’ দ্রুত যোগ করলেন, ‘‘তবে আমি কোনও চাপ অনুভব করছি না।’’

আইজলের বিরুদ্ধে সোমবার লেফ্‌ট ব্যাকে নারায়ণের বদলে আইজলের ভূমিপুত্র রবার্টের খেলার কথা ছিল। কিন্তু ম্যাচে নারায়ণই খেলেছেন। যা নিয়ে প্রশ্ন করা হলে মর্গ্যানের উত্তর, ‘‘রবার্ট রবিবার রাতে ঘুমোয়নি। তাই ওকে টিমে রাখিনি।’’ কেন রবার্ট রাতে ঘুমোননি, তা জানতে চাইলে মর্গ্যান বলেন, ‘‘সেটা বলব না। আপনারা খোঁজ করুন।’’ টিম ম্যানেজার মণীশ বন্দ্যোপাধ্যায় যদিও বললেন, ‘‘রবার্টের ঠান্ডা লেগেছিল। সারা রাত তাই ঘুমোতে পারেনি।’’ আর রবার্ট বলছেন, ‘‘সে রাতে আমার জ্বর-জ্বর লাগছিল।’’

শনিবার বেঙ্গালুরুতে এরই মাঝে গুরুত্বপূর্ণ অ্যাওয়ে ম্যাচ ইস্টবেঙ্গলের। যে ম্যাচের আগে উইলিস প্লাজা এবং রাহুল ভেকের চোট। প্রথম জনের কুঁচকিতে চোট। দ্বিতীয় জনের হ্যামস্ট্রিংয়ে। যা নিয়ে জানতে চাওয়া হলে মর্গ্যান বলে যান, ‘‘বুধবার সকালে প্র্যাকটিস ডেকেছি। প্লাজা, রাহুলের এমআরআই হবে। রিপোর্ট পাওয়ার পরেই এ ব্যাপারে মন্তব্য করা যাবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Trevor Morgan East Bengal injuries
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE