Advertisement
১৬ মে ২০২৪

বাগানকে হারাতেই হবে, বলছেন মর্গ্যান

আই লিগে টানা ছ’ ম্যাচ জিতে ছয়ে ছয় করলেও স্বস্তিতে নেই ইস্টবেঙ্গল কোচ ট্রেভর জেমস মর্গ্যান! কেন? কারণ ব্রিটিশ কোচ মনে করেন, মোহনবাগানকে হারাতে না পারলে আই লিগ খেতাব জেতার লড়াই কঠিন হয়ে যাবে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ০৩:২৬
Share: Save:

আই লিগে টানা ছ’ ম্যাচ জিতে ছয়ে ছয় করলেও স্বস্তিতে নেই ইস্টবেঙ্গল কোচ ট্রেভর জেমস মর্গ্যান!

কেন?

কারণ ব্রিটিশ কোচ মনে করেন, মোহনবাগানকে হারাতে না পারলে আই লিগ খেতাব জেতার লড়াই কঠিন হয়ে যাবে। সোমবার রাতে তিনি বলে দিলেন, ‘‘ডার্বি বলে আমি বেশি চিন্তিত এমনটা নয়। তবে আই লিগ জিততে হলে শিলিগুড়িতে মোহনবাগানকে হারাতেই হবে।’’ আসলে এই মুহূর্তে লিগ তালিকার যা পরিস্থিতি তাতে ইস্টবেঙ্গল শীর্ষে থাকলেও, তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে মোহনবাগান। যদিও দু’ দলের পয়েন্টের ব্যবধান তিন। মোহনবাগান অবশ্য একটি ম্যাচ কম খেলেছে। তা ছাড়া এ বার আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার কলকাতার দুই প্রধান ছাড়াও বেঙ্গালুরু এফসি। গত বারের চ্যাম্পিয়নদের হারিয়েছে মর্গ্যান ব্রিগেড। বাকি এখন সঞ্জয় সেনের টিমকে বধ করা। মোহনবাগানকে প্রথম লেগে হারাতে পারলে লিগের সাপ লুডোর লড়াইয়ে অনেকটাই এগিয়ে যাবে লাল-হলুদ মশাল। মর্গ্যান বলছিলেন, ‘‘আই লিগ চ্যাম্পিয়ন হতে গেলে এক নম্বর জায়গাটাও ধরে রাখতে হবে। সেটাই সবার লক্ষ্য হওয়া উচিত।’’

শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম লাল-হলুদের পয়মন্ত মাঠ। গত বার কাঞ্চনজঙ্ঘাতে আই লিগের ফিরতি ডার্বি জিতেছিল ইস্টবেঙ্গল। এ বারও ডার্বিতে ফেভারিট কি আপনারই টিম? মর্গ্যানের দাবি, ‘‘ডার্বিতে কেউ ফেভারিট হয় না। কে জিতবে আগে থেকে বলা কঠিন। মোহনবাগান ভাল টিম। তবে আই লিগের বাকি ম্যাচগুলোর মতো আমাদের এই ম্যাচেও সেরাটা দিতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Trevor Morgan East Bengal Coach Derby
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE