টেস্টের মঞ্চ থেকে ক্রিকেট সরে যাচ্ছে এ বার আইপিএল নামক টি-টোয়েন্টি ধমাকায়। তবু ভারত আর অস্ট্রেলিয়া— দু’দেশের ক্রিকেটারদের মধ্যে গোলাবর্ষণ থামছে না।
বৃহস্পতিবারে যেটা নতুন ছিল, তা হল, দু’তরফেই বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ার সদিচ্ছা ছিল। বিরাট কোহালি যেমন টুইটারে লিখলেন, অস্ট্রেলীয়দের সঙ্গে আর বন্ধুত্ব করবেন না বলে তাঁর যে মন্তব্যটি নিয়ে হইচই হচ্ছে, সেটি অনেক ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়েছে। তিনি সাধারণ ভাবে সব অস্ট্রেলীয়কে নিয়ে এমন কথা বলেননি। কোহালি লেখেন, ‘সব অস্ট্রেলীয় নয়, কাউ কাউকে বোঝাতে চেয়েছি। বলতে চেয়েছি, কারও কারও সঙ্গে আর বন্ধুত্ব হবে না। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে অনেক অস্ট্রেলীয় ক্রিকেটারের সঙ্গে আমি খেলেছি। তাদের সঙ্গে আমার সম্পর্ক ভাল ছিল, ভাল থাকবেও’।
আরসিবি-তে বিরাটের তারকা অস্ট্রেলীয় সতীর্থ হচ্ছেন শেন ওয়াটসন। চোটের জন্য খেলতে না পারলেও ছিলেন মিচেল স্টার্ক। অস্ট্রেলীয় ফাস্ট বোলারকে যদিও এ বারই ছেড়ে দিয়েছে আরসিবি। কারণ, চোটের জন্য তাঁর খেলার সম্ভাবনা নেই। তবে অতীতে একাধিক বার স্টার্কের উচ্ছ্বসিত প্রশংসা শোনা গিয়েছে আরসিবি অধিনায়ক কোহালির গলায়।