Advertisement
২০ মে ২০২৪

জাতীয়স্তরে যাচ্ছেন জেলার দুই শুটার

মেদিনীপুর রাইফেল ক্লাবের সম্পাদক ও ‘ওয়েস্ট বেঙ্গল রাইফেল অ্যাসোসিয়েশন’-এর লাইফ প্রেসিডেন্ট বিজয়গোপাল মল্লিক বলেন, “জাতীয় টুর্নামেন্টে যোগ দেবেন মেদিনীপুরের ছেলেরা। এটা খুবই গর্বের বিষয়।”

—প্রতীকী চিত্র।

—প্রতীকী চিত্র।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৭ ০৩:৫৫
Share: Save:

রাজ্য ও পূর্বাঞ্চলীয় শুটিং টুর্নামেন্টে সফল হয়ে জাতীয়স্তরের যাওয়ার ছাড়পত্র পেল মেদিনীপুরের অর্ঘ্যনারায়ণ পাত্র ও সৌগত নাগ। এঁরা দু’জনেই মেদিনীপুর রাইফেল ক্লাবের সদস্য।

‘ওয়েস্ট বেঙ্গল রাইফেল অ্যাসোসিয়েশন’-এর তত্ত্বাবধানে, ‘আসানসোল রাইফেল ক্লাব’-এর আয়োজনে ৫ থেকে ৯ সেপ্টেম্বর আসানসোলের চাঁদমারি শুটিং রেঞ্জে ৫০তম ‘ওয়েস্ট বেঙ্গল স্টেট শুটিং চ্যাম্পিয়নশিপ’ আয়োজিত হয়। এই টুর্নামেন্টে মেদিনীপুর রাইফেল ক্লাবের ২১ জন যোগ দেন। রাইফেল শুটিং বিভাগে ছিলেন ৬ জন এবং পিস্তল শুটিং বিভাগে ছিলেন ১৫ জন। এখানে ব্যক্তিগত বিভাগে ১০ মিটার ‘এয়ার পিস্তল’ ও ২৫ মিটার ‘র‍্যাপিড ফায়ার পিস্তল’ বিভাগে ব্রোঞ্জ পান অর্ঘ্যনারায়ণ। মেদিনীপুরের ছেলেরা দলগত বিভাগে তিনটি পদক জেতেন। ৫০ মিটার ‘ফ্রি পিস্তল’ বিভাগে সোনা ও ‘সেন্টার ফায়ার পিস্তল’ বিভাগে ব্রোঞ্জ পান তাঁরা। দলে অর্ঘ্যনারায়ণ ছাড়াও ছিলেন স্বরূপ কুণ্ডু ও পারব কালি। ২৫ মিটার ‘র‍্যাপিড ফায়ার পিস্তল’-এর দলগত বিভাগে রুপো জেতে মেদিনীপুর। এই দলে ছিলেন অর্ঘ্যনারায়ণ, স্বরূপ ও ইমনকল্যাণ সাঁতরা। রাজ্য প্রতিযোগিতায় সফল হয়ে স্কোরিং রেট অনুযায়ী ‘পূর্বাঞ্চলীয় রাইফেল পিস্তল শুটিং কম্পিটিশন’-এ যাওয়ার ছাড়পত্র পান মেদিনীপুরের তিন জন। এঁরা হলেন অর্ঘ্যনারায়ণ, সৌগত ও সুতনু চট্টোপাধ্যায়। ‘ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া’-র আয়োজনে গত ৯ থেকে ১২ সেপ্টেম্বর আসানসোল চাদমারি শুটিং রেঞ্জে অনুষ্ঠিত হয় টুর্নামেন্ট। এখানে ২৫ মিটার ‘সেন্টার ফায়ার পিস্তল’ ও ‘স্ট্যান্ডার্ড পিস্তল’ বিভাগে রুপো জেতেন অর্ঘ্যনারায়ণ। ৫০ মিটার রাইফেল শুটিংয়ের ‘প্রোন’ বিভাগে যোগ দেন সুতনু। জুনিয়র গ্রুপে ১০ মিটার ‘এয়ার পিস্তল’ বিভাগে যোগ দেন সৌগত। তবে তাঁরা কোনও পদক পাননি। জাতীয় টুর্নামেন্টের নিয়ম মেনে পূর্বাঞ্চলীয় শুটিং টুর্নামেন্টের স্কোরিং রেট বিচার করে ‘ন্যাশনাল শুটিং চ্যাম্পিয়ানশিপ’-এ যাওয়ার ছাড়পত্র পান অর্ঘ্যনারায়ণ ও সৌগত। ২১ থেকে ৩১ ডিসেম্বর ‘ন্যাশনাল শুটিং চ্যাম্পিয়ানশিপ’ আয়োজিত হবে কেরলের তিরুঅনন্তপুরমে।

মেদিনীপুর রাইফেল ক্লাবের সম্পাদক ও ‘ওয়েস্ট বেঙ্গল রাইফেল অ্যাসোসিয়েশন’-এর লাইফ প্রেসিডেন্ট বিজয়গোপাল মল্লিক বলেন, “জাতীয় টুর্নামেন্টে যোগ দেবেন মেদিনীপুরের ছেলেরা। এটা খুবই গর্বের বিষয়।” তবে তাঁর আক্ষেপ, নিজের রাইফেল ও পিস্তল না থাকলে জাতীয় টুর্নামেন্টে ভাল ফল করা কঠিন। মেদিনীপুরের শুটারদের রাইফেল বা পিস্তল কেনার অনুমতি অর্থাৎ লাইসেন্স দিচ্ছে না পুলিশ। তাই তাঁরা ক্লাবের রাইফেল ও পিস্তল ব্যবহার করে টুর্নামেন্টে যোগ দিচ্ছে। এ বিষয়ে পুলিশ সুপার ভারতী ঘোষ বলেন, “খেলার সঙ্গে যুক্ত কেউ রাইফেল বা পিস্তলের আবেদন করলে খতিয়ে দেখা হবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

rifle shooter West Bengal Rifle shooting
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE