আগামী নভেম্বরে ভারতের মাটিতে বসার কথা ছিল অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটের আসর। কিন্তু সেটা আর হচ্ছে না। পাকিস্তানের প্রথম থেকেই আপত্তি ছিল। যে কারণে সরিয়ে নেওয়া হল টুর্নামেন্টকেই। এ বার সিদ্ধান্ত হয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর বসবে মালয়েশিয়ায়। শনিবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভায় ভারতের থেকে হোস্টিং রাইট কেড়ে নেওয়া হল। এ দিক থেকে দেখতে গেলে এটা ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জয়। পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক টুর্নামেন্টে খেলার চুক্তি থাকলেও ভারত তা খেলতে রাজি হয়নি। যার ফলে রীতিমতো বিরক্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড। আইসিসির কাছেও একাধিকবার দরবার করে কোনও লাভ হয়নি। প্রশ্ন তুলেছেন প্রাক্তনরাও। সেই মতো এ বার যুব এশিয়া কাপে ভারতে দল পাঠাবে না বলেই জানিয়ে দিয়েছিল পাকিস্তান। সেই মতো পাকিস্তানকে মর্যাদা দিয়ে টুর্নামেন্টই সরিয়ে নিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল।
আরও পড়ুন