Advertisement
E-Paper

কলকাতায় বিশ্বকাপের বোধন জোড়া অনুষ্ঠানে

স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে এ বার রেড রোডে প্রথমবার দেখা যাবে বিশ্বকাপ-ট্যাবলো। সেখানে কলকাতায় খেলে যাওয়া বিশ্ব ফুটবল তারকাদের ছবির সঙ্গে থাকবে ট্রফির রেপ্লিকা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০১৭ ০৪:৫২
মেজাজে: বিশ্বকাপের ম্যাসকটের সঙ্গে পুওল। ফাইল চিত্র

মেজাজে: বিশ্বকাপের ম্যাসকটের সঙ্গে পুওল। ফাইল চিত্র

দুর্গাপুজোর অনেক আগেই অনূর্ধ্ব ১৭ যুব বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ে যাচ্ছে বাংলায়। ফুটবলের শহরে জোড়া অনুষ্ঠানের মধ্য দিয়ে হবে বোধন।

প্রথম অনুষ্ঠানটি হবে পনেরোই অগস্ট। অন্যটি ১-৩ সেপ্টেম্বর।

স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে এ বার রেড রোডে প্রথমবার দেখা যাবে বিশ্বকাপ-ট্যাবলো। সেখানে কলকাতায় খেলে যাওয়া বিশ্ব ফুটবল তারকাদের ছবির সঙ্গে থাকবে ট্রফির রেপ্লিকা। পেলে, দিয়েগো মারাদোনা, অলিভার কান, ফোরলান, রজার মিল্লা, লিওনেল মেসির মতো দশ জন ফুটবলারের ছবি দিয়ে ট্যাবলোটি সাজানো হচ্ছে। থাকবে চলমান ফুটবল প্রদর্শনী। ২৪ দেশের জার্সিতে রাজ্যের যুব ফুটবলারদের দেখা যাবে ট্যাবলোর উপর। রাজ্য সরকারের তৈরি ‘জয়ী’ নামাঙ্কিত ফুটবলও দেখানো হবে। বুধবার নেতাজি ইন্ডোরে এক সভায় ট্যাবলো নিয়ে সিদ্ধান্ত হয়। রাজ্য ক্রীড়া দফতর এর আয়োজক।

আরও পড়ুন:

পছন্দের চাকরিতে যোগ দিতে চলেছেন হরমনপ্রীত

মূল ট্রফি দেখতে অবশ্য বাংলার ফুটবল প্রেমীদের অপেক্ষা করতে হবে আরও পনেরো দিন। পয়লা সেপ্টেম্বর শহরে আসছে আসল ট্রফি। দেশ ব্যাপী ট্রফি পরিক্রমার অঙ্গ হিসাবে। এ দিন দিল্লিতে ফিফা সংগঠন কমিটির সভায় ঠিক হয়েছে যে ছয়টি শহরের স্টে়ডিয়ামে খেলা হবে সেখানে নিয়ে যাওয়া হবে ট্রফি। সেটি দেখার জন্য স্টেডিয়াম ছাড়াও সেই শহরের বিভিন্ন দ্রষ্টব্য স্থানে রাখা হবে কাপটি। যেমন কলকাতায় যুবভারতী ছাড়াও ভিক্টোরিয়া মেমোরিয়ালে রাখা হবে। দিল্লির ইন্ডিয়া গেট, মুম্বইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়া আছে এই তালিকায়। দর্শকরা কাপের সঙ্গে ছবি তুলতে পারবেন। সেই ব্যবস্থা রাখছে ফিফা। ১৭ অগস্ট দিল্লিতে পরিক্রমার উদ্বোধন হবে। ফিফা দু’জন নামী প্রাক্তন ফুটবলারকে পাঠাতে পারে। তবে কারা আসবেন এবং কবে আসবেন তা ঠিক হয়নি।

মুম্বইতে যুব বিশ্বকাপের বোধন হয়ে গিয়েছিল জুলাইয়ের শুরুতেই। ড্র করে সূচি তৈরির মধ্যে দিয়ে।

কিন্তু কলকাতায় সেই অর্থে এখনও যুব বিশ্বকাপ নিয়ে কোনও বড় অনুষ্ঠান হয়নি। ফিফা কর্তাদের আশা, ট্যাবলো প্রদর্শন আর ট্রফি পরিক্রমার পর ফুটবল শহরে বিশ্বকাপ নিয়ে উত্তেজনার পারদ চড়বে।

FIFA U-17 Football World Cup FIFA Football Inaguration Carles Puyol
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy