Advertisement
E-Paper

৭০০তম ম্যাচে সেই মেসির দাপট, ডর্টমুন্ডের বিরুদ্ধে সহজ জয় বার্সার

মেসি রীতিমতো বিধ্বংসী মেজাজে খেলেছেন। তাঁর দাপটে বার্সার অন্তত হাফ ডজন গোলে জেতার কথা। ২৯ মিনিটে মেসির পাস থেকে লুইস সুয়ারেস দলকে ১-০ এগিয়ে দেন। ৪ মিনিট পরেই কয়েক জনকে কাটিয়ে আর্জেন্টিনীয় কিংবদন্তি বাঁ-পায়ের শটে ২-০ করেন।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০১৯ ০৪:০৪
জুটি: গোলের পরে গ্রিজ়ম্যানকে নিয়ে উচ্ছ্বসিত মেসি। বুধবার। এপি

জুটি: গোলের পরে গ্রিজ়ম্যানকে নিয়ে উচ্ছ্বসিত মেসি। বুধবার। এপি

নিজে গোল করে এবং দু’টি গোল করিয়ে বার্সেলোনার হয়ে ৭০০তম ম্যাচ স্মরণীয় করে রাখলেন লিয়োনেল মেসি। ক্যাম্প ন্যুতে বুধবার বার্সেলোনা ৩-১ হারাল বরুসিয়া ডর্টমুন্ডকে। এই জয়ে নক-আউটেও পৌঁছে গেলেন মেসিরা। পাঁচ ম্যাচ খেলে বার্সার পয়েন্ট ১১। গ্রুপে দ্বিতীয় হয়ে কোন দল যোগ্যতা অর্জন করবে সেটাই দেখার। বরুসিয়া ও ইন্টার মিলান দু’দলেরই পয়েন্ট ৭। গোল পার্থক্যে এগিয়ে আছে ইটালির ক্লাব। ইন্টার বুধবার ৩-১ হারিয়েছে স্লাভিয়া প্রাহাকে। রোমেলু লুকাকু জীবনের ২৫০তম গোল করেছেন।

মেসি রীতিমতো বিধ্বংসী মেজাজে খেলেছেন। তাঁর দাপটে বার্সার অন্তত হাফ ডজন গোলে জেতার কথা। ২৯ মিনিটে মেসির পাস থেকে লুইস সুয়ারেস দলকে ১-০ এগিয়ে দেন। ৪ মিনিট পরেই কয়েক জনকে কাটিয়ে আর্জেন্টিনীয় কিংবদন্তি বাঁ-পায়ের শটে ২-০ করেন। মেসি এই নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ৩৪ দলের বিরুদ্ধে গোল করলেন। ছাপিয়ে গেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং রাউলকে।

বার্সার তৃতীয় গোল করেন ফরাসি তারকা আঁতোয়ান গ্রিজ়ম্যান। প্রথম এগারোয় তাঁকে রাখেননি বার্সা ম্যানেজার আর্নেস্তো ভালভার্দে। ২৯ মিনিটে উসমান দেম্বেলে আবার সেই পেশিতে চোট পান। খেলতেই পারেননি। তাঁর জায়গায় নেমে গ্রিজ়ম্যান গোল করেন মেসির পাস থেকেই। ৬৯ মিনিটে। ৭৭ মিনিটে একটি গোল শোধ করেন জ্যাডন সাঞ্চো। ১৯ বছরের ইংরেজ ফরোয়ার্ডকে নামানো হয় দ্বিতীয়ার্ধে। আরও একবার গোল করে দিচ্ছিলেন সাঞ্চো। তাঁর শট মার্ক আন্দ্রে তের স্তেগানের হাত ছুঁয়ে ক্রস-বারে লেগে ফিরে আসে।

লা লিগায় লেভন্তে এবং চ্যাম্পিয়ন্স লিগে স্লাভিয়া প্রাহার বিরুদ্ধে আগের দু’টি ম্যাচে একেবারেই ভাল খেলতে পারেনি বার্সা। লেভন্তের বিরুদ্ধে আর্তুরো ভিদালের বিতর্কিত গোলে জয় পেলেও ০-০ ড্র করে স্লাভিয়া প্রাহার মতো দুর্বল দলের সঙ্গে। এ ক’দিন কার্যত গোল-খরা চলছিল বার্সায়। বরুসিয়ার বিরুদ্ধে তাই তিন গোল করা খুবই ভাল লক্ষণ মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

সুয়ারেস বলেছেন, ‘‘আমাদের প্রথম লক্ষ্য ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নক-আউটে খেলা। সেটা পেরেছি। একই সঙ্গে চেয়েছিলাম নিজেদের খেলাতেও যতটা সম্ভব উন্নতি করতে। মনে হয়, এই জায়গাতেও আমরা সফল। দ্বিতীয়ার্ধে পুরো দলটা অনেক খোলা মনে খেলেছে। ম্যাচটা জিতে দলের সবাই তাই দারুণ খুশি।’’

বরুসিয়া ডর্টমুন্ডের কোচ লসিয়েন ফাভরে প্রত্যাশিত ভাবেই প্রশংসায় পঞ্চমুখ মেসিকে নিয়ে। বলেছেন, ‘‘ফলস-নাইন হিসেবে আজ মেসি খেলল। যেটা খেলল, তাকে অবিশ্বাস্য বললেও কমিয়ে বলা হবে। যখনই বল ধরেছে, মনে হয়েছে কিছুতেই থামানো যাবে না।’’ যোগ করেন, ‘‘এই সব পরিস্থিতিতে ওকে ফাউল করা ছাড়া উপায় থাকে না। অদ্ভুত ভাবে নিজের গতি বাড়ায়। ওর ফাইনাল পাস সব সময় ভযঙ্কর।’’ আর বার্সা ম্যানেজার ভালভার্দের মন্তব্য, ‘‘লিয়ো যে অন্য গ্রহের ফুটবলার, তা না বললেও চলে। আমি বেশি খুশি ওর সঙ্গে গ্রিজ়ম্যানের সুন্দর বোঝাপড়া তৈরি হচ্ছে দেখে। আমি নিশ্চিত আগামী দিনে এই জুটি ফুটবলকে অন্য মাত্রায় নিয়ে যাবে।’’

Football UCL 2019 Borussia Dortmund Barcelona Lionel Messi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy