দেশের মাটিতে খেলা। ওয়েম্বলি স্টেডিয়ামের প্রতিটি ঘাস তাঁর চেনা। সেই মাঠেই সম্ভবত জীবনের সব থেকে বড় ম্যাচ খেলতে নামছেন হ্যারি কেন। তবু ফাইনালে নিজেদের এগিয়ে রাখতে রাজি হলেন না তিনি।
চার বারের বিজয়ী ইটালি শুরু থেকে ইউরো কাপে দাপট দেখাচ্ছে। প্রথম ম্যাচ থেকেই তারা ভাল ছন্দে। ১৯৬৮ সালের পর থেকে তাদের ঘরে ইউরো ঢোকেনি। সেই অভাব মেটাতে মরিয়া তারা।
ইংল্যান্ড শুরুতে হোঁচট খেতে খেতে উঠলেও নক-আউট রাউন্ড থেকে তাদের অপ্রতিরোধ্য দেখাচ্ছে। এটা সম্ভব হয়েছে কেনের জন্যেই। নিয়মিত গোল পাচ্ছেন তিনি। চার গোল হয়ে গিয়েছে এর মধ্যেই। তবে কেনের মতে, খেলায় দু’দলেরই সমান সুযোগ রয়েছে।