দু’ বছর আগে কোপার সেমিফাইনালে হেরে গিয়েছিলেন লিয়োনেল মেসিরা। সেই ম্যাচের বদলা নেওয়ার সুযোগ রয়েছে এ বার। মঞ্চ আরও বড়। তবে এমনটা ভাবতে নারাজ আর্জেন্টিনার প্রশিক্ষক লিয়োনেল স্কালোনি। তিনি বদলা নেওয়ায় বিশ্বাসী নন।
অন্য দিকে ১৯৯৩ সালে কোপা জয়ের পর থেকে আর কোনও আন্তর্জাতিক ট্রফি ঘরে তুলতে পারেনি আর্জেন্টিনা। সেই ইতিহাস দেখে আত্মবিশ্বাস বাড়াতে রাজি নন ব্রাজিল প্রশিক্ষক তিতে। অতীতের দিকে তাকিয়ে যে সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব নয়, তা ভালই জানেন তিনি।
কোপার ফাইনালে নামার আগে স্কালোনি বলেন, “বদলা নেওয়ায় আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস রাখি আমাদের কাজের ওপর। যে লক্ষ্য নিয়ে আমরা এখানে এসেছি সেটা নিয়ে ভাবতে চাই। শনিবার (ভারতীয় সময় খেলা রবিবার) শেষ দিন। আমাদের চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে খেলা। আশা করি ভাল খেলা হবে, দর্শকরা সেই খেলা উপভোগ করবেন। গোটা বিশ্ব তাকিয়ে থাকবে এই ম্যাচের দিকে।”