ইউরো কাপের প্রথম রাতেই তৈরি হল নজির। আত্মঘাতী গোল করলেন তুরস্কের মেরিহ ডেমিরাল। ইউরো কাপের ৬০ বছরের ইতিহাসে এই প্রথম বার প্রথম গোলটি হল আত্মঘাতী। ইতিহাসের পাতায় নাম তুলে ফেলেছেন ডেমিরাল।
শুক্রবার রাতে ইউরো কাপের প্রথম ম্যাচে তুরস্ককে ৩-০ ব্যবধানে হারিয়ে দিয়েছে ইটালি। ডেমিরালের আত্মঘাতী গোল ছাড়া বাকি দুটি গোল সিরো ইমমোবিলে এবং লোরেঞ্জো ইনসাইনের। প্রথমার্ধে কোনও গোল না হলেও দ্বিতীয়ার্ধের শুরুতে ডমিনিকো বেরার্দির ক্রস ক্লিয়ার করতে গিয়ে নিজের জালেই বল জড়িয়ে দেন ডেমিরাল।
তাঁকে নিয়ে আরও বেশি চর্চা হচ্ছে কারণ তিনি ক্লাব ফুটবল খেলেন ইটালিতেই, জুভেন্তাসে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সতীর্থ আত্মঘাতী গোলের পরেই তাঁকে নিয়ে নেটমাধ্যমে মিম ছড়িয়েছে। একজন লিখেছেন, ‘মনে হচ্ছে এখনও ইটালির জাতীয় দলের স্তম্ভ জুভেন্তাসের ফুটবলাররাই’। আর একজন লিখেছেন, ‘দেশের জার্সিতেও ক্লাবের দায়িত্ব ভুলে যায়নি ডেমিরাল’।
1 - This is the first time in European Championship history that the first goal of the tournament has been an own goal. Unfortunate. #EURO2020 #TURITA pic.twitter.com/iMMPQQnXVB
— OptaJoe (@OptaJoe) June 11, 2021