Advertisement
২০ এপ্রিল ২০২৪
UEFA

তিন ক্লাবকে নিয়ে তদন্ত উয়েফার

প্রস্তাবিত এই বিদ্রোহী লিগ থেকে ১২ ক্লাবের মধ্যে ৯টি ক্লাব ইতিমধ্যে নাম প্রত্যাহার করে নিয়েছে।

ছবি রয়টার্স।

ছবি রয়টার্স।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৩ মে ২০২১ ০৭:২৯
Share: Save:

বিদ্রোহী ইউরোপীয় সুপার লিগ চালু করা নিয়ে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা এবং জুভেন্টাসের ভূমিকা সম্পর্কে তদন্ত শুরু করল উয়েফা। এই বিষয়ে তদন্তের জন্য বিশেষ শৃঙ্খলা পরিদর্শক নিয়োগ করা হয়েছে।

প্রস্তাবিত এই বিদ্রোহী লিগ থেকে ১২ ক্লাবের মধ্যে ৯টি ক্লাব ইতিমধ্যে নাম প্রত্যাহার করে নিয়েছে। কিন্তু রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা এবং জুভেন্টাস সেই অবস্থান এখনও থেকে সরে আসেনি। বুধবার এক বিবৃতিতে উয়েফা বলেছে, “উয়েফার নীতি এবং শৃঙ্খলা বিষয়ক বিশেষ পরিদর্শক তদন্তের কাজ শুরু করেছেন। তাঁরা খতিয়ে দেখবেন, প্রস্তাবিত ইউরোপীয় সুপার লিগকে বাস্তবায়িত করার নেপথ্যে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা এবং জুভেন্টাসের ভূমিকা কী ছিল। এও দেখা হবে, এই ভূমিকায় উয়েফার আইনি কাঠামো কতটা
ক্ষতিগ্রস্ত হয়েছে।”

প্রসঙ্গত গত সপ্তাহে উয়েফা প্রেসিডেন্ট আলেকজ়ান্ডার সেফেরিন ইঙ্গিত দিয়েছিলেন, এখনও সুপার লিগের ভাবনা থেকে স্পেনের দুই ক্লাব এবং ইটালির জুভেন্টাস বেরিয়ে না এলে তিন ক্লাবকে কঠোর শাস্তির মুখে পড়তে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

real madrid barcelona Juventus UEFA
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE