তিন বছরের জন্য নির্বাসিত পাকিস্তানের উইকেটকিপার উমর আকমলের শেখা উচিত বিরাট কোহালি, সচিন তেন্ডুলকর ও মহেন্দ্র সিংহ ধোনির থেকে, কী ভাবে বিতর্কের বাইরে থাকতে হয়। মন্তব্য তাঁর ভাই কামরান আকমলের। গড়াপেটার প্রস্তাব পেয়েও তা পাক ক্রিকেট বোর্ডকে না জানানোর জন্য উমরের এই নির্বাসন।
একটি ‘চ্যাট শো’-এ কামরান বলেন, ‘‘আমার পরামর্শ উমরকে, তোমাকে আরও শিখতে হবে। একটা ভুল করলে, সেখান থেকে শিক্ষা নিতে হবে। ওর বয়স কম। জীবনে অনেক কিছু থাকে যা মনকে বিক্ষিপ্ত করে দেয়।’’ তিনি আরও বলেছেন, ‘‘বিরাট কোহালির থেকে শেখা উচিত ওর। আগে আইপিএলে অন্য বিরাটকে দেখা যেত। কিন্তু পরে ও নিজেকে পাল্টে নেয়। তার পরে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান হিসেবে উঠে আসে।’’
কামরান একই সঙ্গে সচিন ও ধোনিরও উদাহরণ দেন। তিনি বলেন, ‘‘অন্য উদাহরণও রয়েছে। যেমন বাবর আজম। যে এখন বিশ্বের সেরা তিন ব্যাটসম্যানের মধ্যে রয়েছে। যেমন ধোনি। কী ভাবে ও দলকে নেতৃত্ব দেয়। তার পরে সচিন পাজি। সব সময় সচিন নিজেকে বিতর্ক থেকে দূরে রেখেছে। এ রকম দুরন্ত সব উদাহরণ আমাদের সামনে রয়েছে।’’ কামরান যোগ করেন, ‘‘এদের দেখে আমাদের অনেক কিছু শেখা উচিত। এরা শুধু খেলাটাতেই জোর দেয়। মাঠের বাইরেও এদের আচরণ, ভক্তদের সঙ্গে ব্যবহারের কোনও জবাব নেই।’’
প্রাক্তন পেসার শোয়েব আখতার আবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের সমালোচনা করেছেন গড়াপেটায় জড়িত ক্রিকেটারদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা না নেওয়ার জন্য। গড়াপেটা রুখতে তাঁর দেশে দোষীদের জন্য কড়া আইন করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। ‘‘ম্যাচ গড়াপেটার বিরুদ্ধে কড়া আইন কেন আনা হবে না? দোষীদের জেল বা তাঁদের সম্পত্তি বাজেয়াপ্ত করার শাস্তি হলে মানুষের মনে ভয় ঢুকে যাবে। পিসিবি এবং তাদের আইনি দল অপদার্থ। ম্যাচ গড়াপেটা রুখতে কড়া আইন নেই কেন?,’’ ইউ টিউব চ্যানেলে প্রশ্ন তোলেন তিনি।
আরও পড়ুন: সময়সীমা বেঁধে বার্তা উয়েফার