Advertisement
E-Paper

অভাবিত বৃষ্টির মতো এ বার অপ্রত্যাশিত ফল রোলাঁ গারোয়

যে গ্র্যান্ড স্ল্যামে পুরো একটা দিন জলে ভেসে যাওয়ার নজির ষোলো বছরের মধ্যে এই প্রথম বার, সেই টুর্নামেন্টের কোর্টেও সে রকমই চমক থাকবে, তাতে আর আশ্চর্য কী!

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ জুন ২০১৬ ০৪:২৪
নাভ্রাতিলোভার সঙ্গে লিয়েন্ডার। (ডান দিকে) জকোভিচের অপেক্ষা। -টুইটার, এএফপি

নাভ্রাতিলোভার সঙ্গে লিয়েন্ডার। (ডান দিকে) জকোভিচের অপেক্ষা। -টুইটার, এএফপি

যে গ্র্যান্ড স্ল্যামে পুরো একটা দিন জলে ভেসে যাওয়ার নজির ষোলো বছরের মধ্যে এই প্রথম বার, সেই টুর্নামেন্টের কোর্টেও সে রকমই চমক থাকবে, তাতে আর আশ্চর্য কী!

ফরাসি ওপেনে মঙ্গলবার এমন কিছু গুরুত্বপূর্ণ ম্যাচের মীমাংসা ঘটল, যেগুলো সেই রবিবার শুরু হয়েছিল। এ দিনও তো ক্রীড়াসূচি দুপুরের মধ্যেই নির্দিষ্ট সময়ের চেয়ে ঘণ্টাখানেক দেরিতে চলে। কারণ, প্যারিসের সে‌ই অকাল অঝোর বৃষ্টি। মে-র প্রান্তে যা দু’হাজার সালের পর কখনও নামেনি!

অপ্রত্যাশিত আবহাওয়ার মতোই রোলাঁ গারোয় অভাবিত জকোভিচের প্রি-কোয়ার্টারের প্রথম সেট। বিশ্বের এক নম্বর প্লেয়ার টেনিসের চার মেজরের মধ্যে একমাত্র অধরা ফরাসি ওপেন জিতে কেরিয়ার গ্র্যান্ড স্ল্যাম অভিযানে নেমেছেন জগদ্বিখ্যাত রেড ক্লে-তে। সেই তিনি ফিলিপ শাঁতিয়ের সেন্টার কোর্টে কোনও এক রবের্তো অগঁ-র কাছে তিনটে সার্ভিস খুইয়ে, নিজে পাওয়া দু’টো ব্রেক পয়েন্টই নষ্ট করে প্রথম সেট মাত্র সাঁইত্রিশ মিনিটে এ দিন হারিয়ে বসেছিলেন ৩-৬! তার পরেই বৃষ্টি।

সঙ্গে সঙ্গে ফেসবুক, টুইটার জুড়ে রোলাঁ গারোর কোর্টে ছাদ তৈরির জন্য সংগঠকদের উদ্দেশ্যে অনুরোধ থেকে হুমকি সব আছড়ে পড়া শুরু! আবার জোকার-ভক্তদের কাছে বৃষ্টি অভ্যর্থনাও পায়। বিশেষজ্ঞদের কেউ কেউ বলেন জকোভিচের সুবিধে হল, ম্যাচটা নিয়ে নতুন গেমপ্ল্যান তৈরির। বৃষ্টিতে এ দিনের সব ম্যাচ বাতিল হওয়ার সময় জকোভিচ দ্বিতীয় সেট ৬-৪ জিতে সমতা ফেরানোর পরে তৃতীয় সেটেও ৪-১ এগিয়ে ছিলেন। কেরিয়ারের দশম ফরাসি ওপেন কোয়ার্টার ফাইনালে উঠলে ২৯ বছর বয়সি সার্ব মহাতারকা টেনিসের ইতিহাসে প্রথম হিসেবে ১০ কোটি ডলার প্রাইজমানি জেতার মাইলফলক গড়বেন।

জকোভিচের পুরো উঠে দাঁড়ানোর আগেই অবশ্য মেয়েদের সিঙ্গলসে এক অনবদ্য উলটপুরাণ ঘটে গেল পাশের সুজান লেংলেন মেন কোর্টে। রবিবার বৃষ্টিতে স্থগিত ম্যাচটায় দ্বিতীয় বাছাই রাডওয়ানস্কার বিরুদ্ধে অনামী বালগেরিয়ান পিরোনকোভা ২-৬, ০-৩ পিছিয়ে থাকায় স্বভাবতই ভাবা গিয়েছিল বাকি খেলাটা কার্যত নিয়মরক্ষার। রাডওয়ানস্কার কোয়ার্টার ফাইনালে ওঠা স্রেফ সময়ের অপেক্ষা। কিন্তু এ দিন খেলা শুরু হলে প্রবল আন্ডারডগ পিরোনকোভা দ্বিতীয় সেটে টানা ছ’টা গেম জিতে ম্যাচে সমতা ফেরান ৬-৩। নির্ণায়ক তৃতীয় সেটে আরও বড় চমক দিয়ে ম্যাচটাই জিতে নেন ২-৬, ৬-৩, ৬-৩। বুঝিয়ে দেন, যুদ্ধ মাঝপথে আচমকা থেমে গেলে তার পর শুরু হলে সেই লড়াইয়ে গোলিয়াথকে হারিয়ে দিতে পারেন ডেভিড!

দু’বছর আগের রানার্স সিমোনা হালেপের এ বার রোলাঁ গারো থেকে চতুর্থ রাউন্ডে বিদায়টাও তো অঘটন। তবে এখানে কোনও ডেভিড বনাম গোলিয়াথ গল্প নেই। ষষ্ঠ বাছাই রোমানিয়ান হারলেন প্রাক্তন যুক্তরাষ্ট্র ওপেন চ্যাম্পিয়ন সামান্থা স্তোসুরের কাছে। যদিও ৩২ বছর বয়সি অস্ট্রেলীয়র ২০১২-র পর এটাই কোনও গ্র্যান্ড স্ল্যামে প্রথম কোয়ার্টার ফাইনাল। এক নম্বর কোর্টের এই ম্যাচও নাটকীয়। রবিবার বৃষ্টিতে স্থগিত থাকার সময় হালেপ প্রথম সেটে ৫-৩ এগিয়ে ছিলেন। কিন্তু মঙ্গলবার খেলা শুরু হলে স্তোসুর দারুণ কামব্যাক করেন ৭-৬ (৭-০) প্রথম সেট হালেপের থেকে কেড়ে নিয়ে। তাও টাইব্রেকারে প্রতিপক্ষকে একটাও পয়েন্ট না দিয়ে। যে আচম্বিত ধাক্কা হালেপ পরের সেটেও সামলে উঠতে পারেননি। ম্যাচই হেরে বসেন স্ট্রেট সেটে। ৭-৬ (৭-০), ৬-৩।

শেষ আটে স্তোসুরের সামনে পিরোনকোভা-ই।

এক ভারতীয় টেনিস তারকাকেও মঙ্গলবার রোলাঁ গারোর কোর্টে এক বার ঢুকতে হয়েছে, আবার বৃষ্টি মাথায় নিয়ে লকাররুমে ফিরে আসতে হয়েছে। তিনি লিয়েন্ডার পেজ তাঁর পোলিশ সঙ্গী মাটকোয়াস্কিকে নিয়ে খেলছেন ডাবলস কোয়ার্টার ফাইনাল। প্রাক্তন বিশ্বসেরা ব্রায়ান ভাইদের বিরুদ্ধে। বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যাওয়ার সময় পঞ্চম বাছাই বব-মাইক ১৬ নম্বর লিয়েন্ডারদের বিরুদ্ধে প্রথম সেটে ৪-৩ এগিয়ে। বিয়াল্লিশের লিয়েন্ডার ভেবেছিলেন সোমবার দিনভর রোলাঁ গারোয় একটাও স্ট্রোক খেলা সম্ভব না হওয়ায় মঙ্গলবার তাঁকে একই দিন দু’টো গ্র্যান্ড স্ল্যাম কোয়ার্টার ফাইনাল খেলতে হবে। যে নজির বিরল। ডাবলসের পাশাপাশি হিঙ্গিসকে নিয়ে মিক্স়ড ডাবলসও। কিন্তু সূচিতে তা রাখেননি প্রাক্তন ফরাসি টেনিস তারকা জি ফর্জের নেতৃত্বাধীন ফরাসি ওপেন সংগঠক কমিটি। যদিও সোমবার একটা দিন খেলা না হওয়ায় তাঁদের ইতিমধ্যেই ২০ লাখ ইউরো ক্ষতি হয়ে গিয়েছে।

কিন্তু লিয়েন্ডার অপ্রতিরোধ্য! ‘ছুটি’র দিন মার্টিনা নাভ্রাতিলোভার সঙ্গ পেয়ে আরও উদ্দীপিত তিনি বলেছেন, ‘‘জিম, কার্ডিও এক্সারসাইজ, সামান্য রিহ্যাব করে আমি একদম ম্যাচ ফিট। এক দিনে দু’টো কোয়ার্টার ফাইনাল খেলতে হলেও ভড়কাতাম না! তা ছাড়া মিক্সড ডাবলসে ফরাসি ওপেনটাই জিতিনি কখনও। সেটা হলে ডাবলসের মতো মিক্সড ডাবলসেও আমার কেরিয়ার গ্র্যান্ড স্ল্যাম হয়ে যাবে। জোড়া কেরিয়ার গ্র্যান্ড স্ল্যাম ক’জনের আছে আমি কিন্তু জানি না। তাই হিঙ্গিস আমাকে খুব তাতিয়ে চলেছে। আশা করি ওর পরিশ্রম সফল হবে!’’

Roland Garros Leander Paes
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy