জামাইকার মাটিতে এটাই তাঁর শেষ ১০০ মিটার। আর জিতেই শেষ করলেন তিনি। ঠিক যেখান থেকে উসেইন বোল্ট তাঁর আন্তর্জাতিক কেরিয়ার শুরু করেছিলেন ২০০২ সালে জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে। সেখানে আজ তাঁকে বিদায় জানাতে ছিল ৩০ হাজার সমর্থক। ৩০ বছরের বিশ্বের এই দ্রুততম পুরুষকে সারাক্ষণ তাতিয়ে গিয়েছে গোটা স্টেডিয়াম। নিজের রেকর্ডের থেকে পিছিয়েই শেষ করলেন। সময় নিলেন ১০.০৩ সেকেন্ড। জিতে বোল্ট বলেন, ‘‘১০০ মিটার দৌড়তে আমি এত ভয় এর আগে কখনও পাইনি। আগস্টে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের পরই ১০০ মিটার থেকে অবসর নেবেন তিনি।
আরও খবর: বিসিসিআই কি জাতীয় ক্রীড়া সংস্থা, প্রশ্ন সিআইসির
Thank you Jamaica🙌🏽🙌🏽
— Usain St. Leo Bolt (@usainbolt) June 11, 2017