Advertisement
১২ অক্টোবর ২০২৪

হামেসকে নিয়ে আশায় ভালদেরামা

ব্রাজিল বিশ্বকাপে গোল্ডেন বুট। রিয়াল মাদ্রিদের হয়ে চোখ ধাঁধানো পারফরম্যান্স। ফুটবলবিশ্বের এখন অন্যতম হার্টথ্রব হামেস রদ্রিগেজ। রবিবার কোপা আমেরিকার প্রথম ম্যাচে হামেসের কলম্বিয়ার মুখোমুখি ভেনেজুয়েলা। তার আগে অবশ্য কলম্বিয়ার অন্যতম সেরা ফুটবলার কার্লোস ভালদেরামা বলে দিলেন, লিওনেল মেসি ও নেইমারের থেকে কোনও অংশে কম নন রদ্রিগেজ।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৪ জুন ২০১৫ ০৩:৪৫
Share: Save:

ব্রাজিল বিশ্বকাপে গোল্ডেন বুট। রিয়াল মাদ্রিদের হয়ে চোখ ধাঁধানো পারফরম্যান্স। ফুটবলবিশ্বের এখন অন্যতম হার্টথ্রব হামেস রদ্রিগেজ। রবিবার কোপা আমেরিকার প্রথম ম্যাচে হামেসের কলম্বিয়ার মুখোমুখি ভেনেজুয়েলা। তার আগে অবশ্য কলম্বিয়ার অন্যতম সেরা ফুটবলার কার্লোস ভালদেরামা বলে দিলেন, লিওনেল মেসি ও নেইমারের থেকে কোনও অংশে কম নন রদ্রিগেজ। ‘‘কোনও সন্দেহ নেই রিয়াল মাদ্রিদে খুব ভাল খেলেছে রদ্রিগেজ। কোপা আমেরিকাতেও মেসি, নেইমারের সঙ্গে রদ্রিগেজও অন্যতম আকর্ষণ,’’ বলছেন ভালদেরামা। প্রতিটা বিশেষজ্ঞের মতেই এ বার কোপা আমেরিকা জেতার অন্যতম ফেভারিট কলম্বিয়া। হামেস ছাড়াও দলে রয়েছেন হুয়ান কুয়াদ্রাদোর মতো দুর্দান্ত উইংগার। চোটের জন্য বিশ্বকাপে না খেলতে পেরে আবার কোপায় দলে ফিরতে চলেছেন রাদামেল ফালকাও। যিনি ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে ভাল খেলতে না পারলেও দেশের জার্সিতে ওয়ার্ম আপ ম্যাচে গোল করেছেন। গোলকিপার আর্সেনালের ডেভিড ওসপিনা।

অন্য বিষয়গুলি:

Messi Valderrama James Neymar Brazil
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE