ব্রাজিল বিশ্বকাপে গোল্ডেন বুট। রিয়াল মাদ্রিদের হয়ে চোখ ধাঁধানো পারফরম্যান্স। ফুটবলবিশ্বের এখন অন্যতম হার্টথ্রব হামেস রদ্রিগেজ। রবিবার কোপা আমেরিকার প্রথম ম্যাচে হামেসের কলম্বিয়ার মুখোমুখি ভেনেজুয়েলা। তার আগে অবশ্য কলম্বিয়ার অন্যতম সেরা ফুটবলার কার্লোস ভালদেরামা বলে দিলেন, লিওনেল মেসি ও নেইমারের থেকে কোনও অংশে কম নন রদ্রিগেজ। ‘‘কোনও সন্দেহ নেই রিয়াল মাদ্রিদে খুব ভাল খেলেছে রদ্রিগেজ। কোপা আমেরিকাতেও মেসি, নেইমারের সঙ্গে রদ্রিগেজও অন্যতম আকর্ষণ,’’ বলছেন ভালদেরামা। প্রতিটা বিশেষজ্ঞের মতেই এ বার কোপা আমেরিকা জেতার অন্যতম ফেভারিট কলম্বিয়া। হামেস ছাড়াও দলে রয়েছেন হুয়ান কুয়াদ্রাদোর মতো দুর্দান্ত উইংগার। চোটের জন্য বিশ্বকাপে না খেলতে পেরে আবার কোপায় দলে ফিরতে চলেছেন রাদামেল ফালকাও। যিনি ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে ভাল খেলতে না পারলেও দেশের জার্সিতে ওয়ার্ম আপ ম্যাচে গোল করেছেন। গোলকিপার আর্সেনালের ডেভিড ওসপিনা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy