Advertisement
৩০ এপ্রিল ২০২৪

টেস্টের মতো খেল, ভুবিকে বলেন মাহি

দ্বিতীয় ওয়ান ডে-তে মাত্র ২২ রানের মধ্যে বিরাট কোহালিদের ছয় ব্যাটসম্যানকে আউট করে তাঁদের কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিলেন শ্রীলঙ্কার নতুন রহস্য স্পিনার আকিলা ধনঞ্জয়। ২৩১ রান তাড়া করতে নেমে সাত উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছিল ভারত।

সফল: ভুবনেশ্বরকে নিয়ে কঠিন ম্যাচ জেতালেন ধোনি। —ফাইল চিত্র।

সফল: ভুবনেশ্বরকে নিয়ে কঠিন ম্যাচ জেতালেন ধোনি। —ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৬ অগস্ট ২০১৭ ০৪:২৪
Share: Save:

ব্যাটিং অর্ডারে বদল করার পরেই বৃহস্পতিবার রাতে পাল্লেকেলেতে হারের আতঙ্ক তৈরি হয়েছিল বলে মানতে রাজি নন বিরাট কোহালি। ভারত অধিনায়ক বলছেন, ব্যাটিং অর্ডার বদলানোর সিদ্ধান্তে কোনও ভুল ছিল না।

দ্বিতীয় ওয়ান ডে-তে মাত্র ২২ রানের মধ্যে বিরাট কোহালিদের ছয় ব্যাটসম্যানকে আউট করে তাঁদের কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিলেন শ্রীলঙ্কার নতুন রহস্য স্পিনার আকিলা ধনঞ্জয়। ২৩১ রান তাড়া করতে নেমে সাত উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছিল ভারত। শেষ পর্যন্ত এমএস ধোনি ও ভুবনেশ্বর কুমারের ১০০ রানের অপরাজিত অষ্টম উইকেটের পার্টনারশিপে প্রায় হারা ম্যাচ জিতে নেয় ভারত।

কোহালি নিজে তিন নম্বরে না নেমে কেদার যাদবকে পাঠিয়ে দেন। ম্যাচের শেষে ভারত অধিনায়ককে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘২৩০ রান তাড়া করতে নেমে ১১০-১ অবস্থায় সব ব্যাটসম্যানকেই ব্যাট করার সুযোগ দেওয়া উচিত। এই নিয়ে আমার কোনও আক্ষেপ নেই। আমি তিন নম্বরে নামলেও আকিলার ওই বলটা মিস করতে পারতাম। ওই সময় ও দারুণ বল করছিল।’’

স্বাভাবিক ভাবেই নিজেদের ব্যাটিং পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নন কোহালি। বলেন, ‘‘২৩০ রান তাড়া করতে গিয়ে দুটো একশো রানের পার্টনারশিপ হল। সাত উইকেট পড়ে গেল। সব ম্যাচে এ রকম হয় না। ক্রিকেটার ও দর্শকরা নিশ্চয়ই খুব আনন্দ পেয়েছে এমন উত্তেজক ম্যাচ দেখে।’’ তবে ধনঞ্জয়কে তাঁর প্রাপ্য কৃতিত্ব দিতে দ্বিধা নেই ভারত অধিনায়কের। বলেন, ‘‘আমরা ভেবেছিলাম ও এমন একজন অফস্পিনার, যে ভাল লেগ ব্রেক দিতে পারে। কিন্তু ও চারটে উইকেট পেয়ে যায় গুগলি দিয়ে। একেবারে ঠিক জায়গায় বল ফেলেছে। এটাই ওর কৃতিত্ব। পরের ম্যাচে ওর ব্যাপারে সতর্ক থাকতে হবে।’’

যাঁকে নিয়ে এত প্রশংসা বিরাটের মুখে, সেই ধনঞ্জয় অবশ্য দলকে ম্যাচটা জেতাতে না পেরে হতাশ। বলেন, ‘‘দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারলে আরও ভাল লাগত।’’ মাত্র ২১ বলের মধ্যে ১১ রানে ছ’উইকেট নেন আগের দিনই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া তরুণ। একই ওভারে তিনটে উইকেট নেন তিনি। বলেন, ‘‘অফ স্পিনার হলেও আমার অস্ত্র লেগ স্পিন ও গুগলি।’’

ধনঞ্জয়ের দাপটেই ভারত ১০৯-০ থেকে ১৩১-৭ হয়ে যায়। ওই জায়গা থেকেই দলকে টেনে তোলেন ধোনি ও ভুবনেশ্বর। কী বলেছিলেন ধোনি তাঁকে? ভুবনেশ্বর ফাঁস করেছেন সেই কথা। ‘‘এমএস বলেছিল, টেস্ট খেলছিস ধরে নিয়ে ব্যাট করে যা। হাতে তখন অনেক ওভার ছিল। ধরে খেলতে পারলে যে রানটা উঠে যাবে, সেটাই ও বোঝাতে চেয়েছিল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE