তিনিও আবেদন জানিয়েছেন ভারতের কোচ হওয়ার জন্য। কিন্তু হেড কোচ হতে চান না তিনি। হতে চান বোলিং কোচ। অনিল কুম্বলে পরবর্তি সময়ে কোচ নিয়ে কম জলঘোলা হয়নি। বীরেন্দ্র সহবাগ থেকে রবি শাস্ত্রী সকলেই আবেদন জানিয়েছেন কোচ হওয়ার জন্য। কিন্তু এর মধ্যেই বোলিং অথবা সহকারি কোচ হওয়ার আবেদন জানালেন ভেঙ্কটেশ প্রসাদ। ৪৭ বছরের এই ফার্স্ট বোলার বলেন, ‘‘আমি হেড কোচের জন্য আবেদন জানাইনি এখনও এবং ডেড লাইনের আগে আবেদনও জানাতে পারব না। কিন্তু আমি ভারতীয় দলের সঙ্গে যুক্ত হতে চাই। আমি রবি শাস্ত্রী ও বীরেন্দ্র সহবাগের অধিনে কাজ করতেও রাজি আছি।’’
আরও খবর: রাষ্ট্রপতির বয়স যদি ৭০এর বেশি হয় তা হলে বিসিসিআই-এ কেন না
ইতিমধ্যেই প্রচুর আবেদনপত্র জমা পড়েছে। ক্রিকেট উপদেষ্টা কমিটি দ্রুত তাঁদের মধ্যে থেকে কোচ বেঁছে নেওয়ার কাজ শুরু করবে। তার পরই ইন্টারভিউ নেওয়া হবে। কুম্বলের সময় আলাদা করে বোলিং কোচ ছিল না ভারতের। যে ভাবে রবি শাস্ত্রীর সময় ছিলেন ভরত অরুণ। ভেঙ্কটেশ বলেন, ‘‘আমি জানি না আদৌ বোলিং কোচ বা সহকারি কোচ বেছে নেওয়া হবে কি না। তবে সচিন, সৌরভ ও লক্ষ্মণের মতো লিজেন্ডরা যদি মনে করেন আমাকে কাজের সুযোগ দেবেন তা হলে আমার ভাল লাগবে। আমি ভারতীয় ক্রিকেটের জন্য কাজ করতে পারব।’’