সোশ্যাল মিডিয়ায় পার্টনারশিপটা ভালই জমিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি ও তাঁর মেয়ে জিভা। বাবা-মেয়ের একের পর এক ভিডিয়ো মাঝে মাঝেই জনপ্রিয় হচ্ছে সোশ্যাল মিডিয়াতে।
সম্প্রতি মহেন্দ্র সিংহ ধোনি ও জিভার বালির উপরে খেলা করার দু’টি ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করেছেন মাহি। ভিডিয়োটির সঙ্গে তিনি লিখেছেন যে ছোটবেলায় বালির উপর খেলার সুযোগ পেলে এটা সবসময়েই করতাম আমরা।
এই ভিডিয়োটি রেকর্ড করেছেন ধোনির স্ত্রী সাক্ষী। যতই বড় তারকা হোন না কেন, পরিবারের কাছে যে তিনি শুধুই স্বামী বা বাবা, তা বরাবরই দেখিয়ে এসেছেন ধোনি। তাঁর এই সাধারণ জীবনযাপনের জন্য প্রশংসিতও হয়েছেন তিনি সোশ্যাল মিডিয়াতে।
As a kid whenever v got sand this was one thing v would do for sure
সম্প্রতি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দলে ডাক পেয়েছেন ভারতকে দু’বার বিশ্বকাপ দেওয়া প্রাক্তন অধিনায়ক। সেই টুর্নামেন্টের আগে যে খোশ মেজাজেই বছরের শেষটা কাটাচ্ছেন ধোনি, তা বোঝা যাচ্ছে মেয়ের সঙ্গে ধোনির ভিডিও দেখেই।
আরও পড়ুন: আইসিসি-র বর্ষসেরা মহিলা ক্রিকেটার হলেন স্মৃতি মন্ধানা
আরও পড়ুন: টেস্ট জিতে হোটেলে ফেরার সময় নাচলেন কোহালি, দেখুন সেই ভিডিয়ো