Advertisement
২০ এপ্রিল ২০২৪

‘চোর চোর’ বলে ধিক্কার মাল্য পিতা-পুত্রকে

শুধু বিজয় মাল্যকেই নয়, বাবার পরে ওভালে খেলা দেখতে আসেন পুত্র সিদ্ধার্থ মাল্য। তীব্র ধিক্কারের মুখে পড়তে হয় তাঁকেও। বিজয় মাল্যকে তা-ও কিছুটা পরে দেখতে পেয়েছিলেন ক্রিকেট ভক্তরা। কিন্তু ছেলেকে আগে থেকেই দেখতে পেয়ে যান তাঁরা।

ওভালে হাজির বিজয় মাল্য ও পুত্র সিদ্ধার্থ। ছবি: ইনস্টাগ্রাম

ওভালে হাজির বিজয় মাল্য ও পুত্র সিদ্ধার্থ। ছবি: ইনস্টাগ্রাম

সুমিত ঘোষ
লন্ডন শেষ আপডেট: ১২ জুন ২০১৭ ০৪:২২
Share: Save:

তাঁর ঘোষণা করা প্রতিশ্রুতি মতো চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাট কোহালিদের তৃতীয় ম্যাচও দেখতে এলেন বিজয় মাল্য। কিন্তু রবিবারের ওভালে এসে এ বার ভারতীয় ক্রিকেট ভক্তদের রোষ এবং ধিক্কারের মুখে পড়তে হল তাঁকে।

ভারতীয় ক্রিকেট ভক্তরা তাঁকে মাঠে ঢুকতে দেখে ‘চোর, চোর’ বলেও চিৎকার করে ওঠেন। ধিক্কার জানাতে থাকেন মাল্যকে এই বলে যে, ‘আমাদের সকলের টাকা মেরে খেলা দেখতে ঢুকছে’। কেউ কেউ জোরে চেঁচিয়ে বলতে থাকেন, ‘দেখ দেখ, চোর যা রহা হ্যায়’।

শুধু বিজয় মাল্যকেই নয়, বাবার পরে ওভালে খেলা দেখতে আসেন পুত্র সিদ্ধার্থ মাল্য। তীব্র ধিক্কারের মুখে পড়তে হয় তাঁকেও। বিজয় মাল্যকে তা-ও কিছুটা পরে দেখতে পেয়েছিলেন ক্রিকেট ভক্তরা। কিন্তু ছেলেকে আগে থেকেই দেখতে পেয়ে যান তাঁরা। প্রায় সিদ্ধার্থের ঘাড়ের ওপরে এসে কেউ কেউ বলতে থাকেন, ‘কত টাকা মেরে এখানে পালিয়ে এসেছিস, বল?’ সিদ্ধার্থকেও ‘চোর, চোর’ ধ্বনি শুনতে হয়।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা মরণবাঁচন ম্যাচ দেখতে মাল্য ওভালে ঢোকেন খেলা শুরু হয়ে যাওয়ার কিছুক্ষণ পরে। কোহালি ততক্ষণে টস জিতে ফিল্ডিং নিয়ে ফেলেছেন। দক্ষিণ আফ্রিকা ব্যাটিং শুরু হয়ে গিয়েছে। এক ভদ্রমহিলাকে (খবর যে, ইনি মাল্যর বর্তমান বান্ধবী) সঙ্গে নিয়ে মাঠে প্রবেশ করছিলেন মাল্য।

সেই সময়েই প্রচুর ভারতীয় ক্রিকেটভক্ত ওভালের প্রধান গেটের সামনে দাঁড়িয়ে ছিলেন। এঁরা টিকিট পাননি মাঠে ঢোকার। তাই মূল ফটকের সামনে দাঁড়িয়ে ছিলেন, যদি চড়া দামেও টিকিট পাওয়া যায়, তা-ই কিনবেন বলে। ইংল্যান্ডে অনেক মাঠেই খেলা শুরুর দু’ঘণ্টা আগে উপমহাদেশের ক্রিকেট মাঠের মতো বেশি দামে টিকিট বিক্রি হয়। পথ চলতে চলতেই কয়েক জন এসে জিজ্ঞেস করতে থাকবেন, ‘টিকিট চাই, টিকিট?’

আরও পড়ুন: নীল জোয়ারে দোস্তির গান আর জয় হো

সেই কারণে অনলাইনে সময় মতো কিনতে না পেরে ম্যাচের দিন মূল গেটের সামনে ধর্না দিয়েছিলেন অনেকে। কিন্তু ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচে ‘টিকিট, টিকিট’ বলে ওভালের সামনেও কাউকে হাঁকতে শোনা যায়নি। এতটাই হাউসফুল ছিল ম্যাচ। টিকিট না পাওয়ার হতাশা আরও বেশি করে ভক্তরা উগড়ে দিতে থাকেন ভারতে প্রচুর ঋণের টাকা শোধ না করে ইংল্যান্ড পালিয়ে আসা বিজয় মাল্য এবং তাঁর পুত্র সিদ্ধার্থের ওপর।

আর ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ মানে আরও বেশি করে মাল্যদের সঙ্গে যোগাযোগ। দু’দলের দুই অধিনায়কই তাঁদের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। ভারতের বিরাট কোহালি এবং দক্ষিণ আফ্রিকার এ বি ডিভিলিয়ার্স। কিন্তু নিজেদের আইপিএল টিমের দুই মহাতারকার মধ্যে দ্বৈরথ দেখতে এসেই ভারতীয় জনতার কাছে আক্রান্ত হয়ে পড়লেন পিতা-পুত্র।

বিজয় মাল্যর কিংগফিশার এয়ারলাইন্স বিভিন্ন ব্যাঙ্কের থেকে নেওয়া ৯০০০ কোটি টাকার ঋণ শোধ করেনি বলে অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা উঠতেই গত মার্চে তিনি ভারত থেকে পালিয়ে ইংল্যান্ডে চলে আসেন। ইংল্যান্ডের আদালতে তাঁর বিচার চলছে। এই মঙ্গলবারেই আবার শুনানি রয়েছে। তার দু’দিন আগে যে কোনও উদ্বেগের ছাপ না দেখিয়ে তিনি ওভালে ম্যাচ দেখতে এলেন, তা নিয়ে বিস্ময়ের সৃষ্টি হয়েছে। সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটেও প্রবল আক্রমণের মুখে পড়েন বিজয় মাল্য।

যিনি আগেই ‘কুছ পরোয়া নহি’ মনোভাব না দেখিয়ে টুইট করে দিয়েছিলেন, ভারতের সব ক’টা ম্যাচ দেখতে আসবেন। এ দিন মাঠে ঢোকার সময় আক্রান্ত হওয়া তাঁর পুত্র সিদ্ধার্থ মাল্য আবার টুইট করলেন, ‘সভ্য রবিবার। খেলা দেখছি ভাইয়ের সঙ্গে’। সভ্য শব্দটি মাঠে ঢোকার সময়কার অভিজ্ঞতার কথা ভেবে ব্যাঙ্গাত্মক অর্থে ব্যবহার করা হয়ে থাকলে অবাক হওয়ার নেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE