Advertisement
২৫ এপ্রিল ২০২৪
India-Australia 1st T20

হার্দিকের বদলে বিজয়? দেখে নিন রবিবারের ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে সদ্য ওয়ানডে সিরিজ জিতেছে ভারত। কিন্তু টি-টোয়েন্টি সিরিজ জেতা যায়নি। অস্ট্রেলিয়ায় ড্র হয়েছে। আর নিউজিল্যান্ডে নির্ণায়ক টি-টোয়েন্টিতে হেরেছে ভারত। রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরু হতে চলা দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বিশ্বকাপের আগে পরীক্ষা-নিরীক্ষার কারণেও গুরুত্বপূর্ণ।

নিজস্ব প্রতিবেদন
বিশাখাপত্তনম শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৯ ১১:২৪
Share: Save:
০১ ১২
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে সদ্য ওয়ানডে সিরিজ জিতেছে ভারত। কিন্তু টি-টোয়েন্টি সিরিজ জেতা যায়নি। অস্ট্রেলিয়ায় ড্র হয়েছে। আর নিউজিল্যান্ডে নির্ণায়ক টি-টোয়েন্টিতে হেরেছে ভারত। রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরু হতে চলা দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বিশ্বকাপের আগে পরীক্ষা-নিরীক্ষার কারণেও গুরুত্বপূর্ণ।

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে সদ্য ওয়ানডে সিরিজ জিতেছে ভারত। কিন্তু টি-টোয়েন্টি সিরিজ জেতা যায়নি। অস্ট্রেলিয়ায় ড্র হয়েছে। আর নিউজিল্যান্ডে নির্ণায়ক টি-টোয়েন্টিতে হেরেছে ভারত। রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরু হতে চলা দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বিশ্বকাপের আগে পরীক্ষা-নিরীক্ষার কারণেও গুরুত্বপূর্ণ।

০২ ১২
দুই ওপেনারের একজন অবশ্যই রোহিত শর্মা। টি-টোয়েন্টিতে ২৩২৬ রান রয়েছে তাঁর। সাদা বলেরর ক্রিকেটে গত কয়েক বছর ধরেই দুরন্ত ছন্দে তিনি। তবে নিউজিল্যান্ডে তেমন ছন্দে ছিলেন না। অভাব ছিল ধারাবাহিকতার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০ ওভারের ক্রিকেটেও রেকর্ড আহমরি নয়, গড় মোটে ২৪.০৮।

দুই ওপেনারের একজন অবশ্যই রোহিত শর্মা। টি-টোয়েন্টিতে ২৩২৬ রান রয়েছে তাঁর। সাদা বলেরর ক্রিকেটে গত কয়েক বছর ধরেই দুরন্ত ছন্দে তিনি। তবে নিউজিল্যান্ডে তেমন ছন্দে ছিলেন না। অভাব ছিল ধারাবাহিকতার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০ ওভারের ক্রিকেটেও রেকর্ড আহমরি নয়, গড় মোটে ২৪.০৮।

০৩ ১২
ওপেনিংয়ে রোহিতের সঙ্গী হিসেবে জায়গা পাকা করে ফেলেছেন শিখর ধওয়ন। গত বছর টি-টোয়েন্টি ফরম্যাটে ৬৯০ রান করেছেন তিনি। যা কোনও ক্যালেন্ডার বর্ষে সবচেয়ে বেশি। নিউজিল্যান্ডে তিন টি-টোয়েন্টিতে অবশ্য তাঁর ব্যাটে এসেছে ২৯, ৩০ ও ৫ রান।

ওপেনিংয়ে রোহিতের সঙ্গী হিসেবে জায়গা পাকা করে ফেলেছেন শিখর ধওয়ন। গত বছর টি-টোয়েন্টি ফরম্যাটে ৬৯০ রান করেছেন তিনি। যা কোনও ক্যালেন্ডার বর্ষে সবচেয়ে বেশি। নিউজিল্যান্ডে তিন টি-টোয়েন্টিতে অবশ্য তাঁর ব্যাটে এসেছে ২৯, ৩০ ও ৫ রান।

০৪ ১২
বিরাট কোহালি ফিরছেন বিশ্রাম থেকে। শেষ পাঁচ একদিনের ইনিংসের প্রতিটিতেই তিনি ৪০ পেরিয়ে গিয়েছিলেন। ভারতে হওয়া শেষ টি-টোয়েন্টিতে তাঁর ব্যাটে এসেছিল অপরাজিত ৬১। সেই ছন্দেই ব্যাট করতে চাইবেন তিনি।

বিরাট কোহালি ফিরছেন বিশ্রাম থেকে। শেষ পাঁচ একদিনের ইনিংসের প্রতিটিতেই তিনি ৪০ পেরিয়ে গিয়েছিলেন। ভারতে হওয়া শেষ টি-টোয়েন্টিতে তাঁর ব্যাটে এসেছিল অপরাজিত ৬১। সেই ছন্দেই ব্যাট করতে চাইবেন তিনি।

০৫ ১২
ঋষভ পন্থ বেশ কিছুদিন ধরেই ভারতের টি-টোয়েন্টি দলের সদস্য। কিন্তু সে ভাবে নিজেকে চেনাতে পারেননি। নিউজিল্যান্ডে দ্বিতীয় টি-টোয়েন্টিতে রান তাড়ার সময় ৪০ রানে অপরাজিত ছিলেন তিনি। বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ পেতে তাঁকে এই সুযোগগুলো কাজে লাগাতে হবে।

ঋষভ পন্থ বেশ কিছুদিন ধরেই ভারতের টি-টোয়েন্টি দলের সদস্য। কিন্তু সে ভাবে নিজেকে চেনাতে পারেননি। নিউজিল্যান্ডে দ্বিতীয় টি-টোয়েন্টিতে রান তাড়ার সময় ৪০ রানে অপরাজিত ছিলেন তিনি। বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ পেতে তাঁকে এই সুযোগগুলো কাজে লাগাতে হবে।

০৬ ১২
গত বছর নভেম্বের টানা দুই টি-টোয়েন্টি সিরিজে দলের বাইরে ছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। কিন্তু নতুন বছরে রয়েছেন দারুণ ছন্দে। নিউজিল্যান্ডে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তাঁর ব্যাটে এসেছে যথাক্রমে ৩৯, অপরাজিত ২০ ও ২। বিশ্বকাপের আগে এই সিরিজ তাঁর কাছেও গুরুত্বপূর্ণ।

গত বছর নভেম্বের টানা দুই টি-টোয়েন্টি সিরিজে দলের বাইরে ছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। কিন্তু নতুন বছরে রয়েছেন দারুণ ছন্দে। নিউজিল্যান্ডে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তাঁর ব্যাটে এসেছে যথাক্রমে ৩৯, অপরাজিত ২০ ও ২। বিশ্বকাপের আগে এই সিরিজ তাঁর কাছেও গুরুত্বপূর্ণ।

০৭ ১২
ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে রীতিমতো ধারাবাহিক দীনেশ কার্তিক। নিজেকে ফিনিশার হিসেবে প্রমাণও করেছেন তিনি। ২০১৮ সালে ১১ ম্যাচের মধ্যে আটটিতে তিনি ছিলেন অপরাজিত। ১৫২.১০ গড়ে তিনি করেছিলেন ১৮১ রান।

ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে রীতিমতো ধারাবাহিক দীনেশ কার্তিক। নিজেকে ফিনিশার হিসেবে প্রমাণও করেছেন তিনি। ২০১৮ সালে ১১ ম্যাচের মধ্যে আটটিতে তিনি ছিলেন অপরাজিত। ১৫২.১০ গড়ে তিনি করেছিলেন ১৮১ রান।

০৮ ১২
হার্দিক পান্ড্য চোটের কারণে ছিটকে গিয়েছেন। ফলে অলরাউন্ডার হিসেবে বিজয় শঙ্করের কাছে এটা দারুণ সুযোগ। তিনি ক্রমশ নিজের গুরুত্ব বুঝিয়েওছেন। নিউজিল্যান্ডে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তাঁর ব্যাটে আসে ৮৪ রান। অবশ্য বোলার হিসেবে আরও কার্যকরী ভূমিকা নিতে হবে তাঁকে।

হার্দিক পান্ড্য চোটের কারণে ছিটকে গিয়েছেন। ফলে অলরাউন্ডার হিসেবে বিজয় শঙ্করের কাছে এটা দারুণ সুযোগ। তিনি ক্রমশ নিজের গুরুত্ব বুঝিয়েওছেন। নিউজিল্যান্ডে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তাঁর ব্যাটে আসে ৮৪ রান। অবশ্য বোলার হিসেবে আরও কার্যকরী ভূমিকা নিতে হবে তাঁকে।

০৯ ১২
গত কয়েক মাস ধরে ২০ ওভারের ক্রিকেটে ভারতীয় দলে নিয়মিত দেখা যাচ্ছে ক্রুনাল পান্ড্যকে। শেষ তিন টি-টোয়েন্টি সিরিজের প্রত্যেক ম্যাচ খেলেছেন তিনি। নিউজিল্যান্ডে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ম্যাচের সেরাও হন ২৮ রানে তিন উইকেট নিয়ে। পাশাপাশি ব্যাটেও লোয়ার অর্ডারে ভরসা দিয়েছেন তিনি।

গত কয়েক মাস ধরে ২০ ওভারের ক্রিকেটে ভারতীয় দলে নিয়মিত দেখা যাচ্ছে ক্রুনাল পান্ড্যকে। শেষ তিন টি-টোয়েন্টি সিরিজের প্রত্যেক ম্যাচ খেলেছেন তিনি। নিউজিল্যান্ডে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ম্যাচের সেরাও হন ২৮ রানে তিন উইকেট নিয়ে। পাশাপাশি ব্যাটেও লোয়ার অর্ডারে ভরসা দিয়েছেন তিনি।

১০ ১২
কুলদীপ যাদব বিশ্রামে, ফলে যুজবেন্দ্র চহালের উপর বাড়তি দায়িত্ব থাকছে। আক্রমণাত্মক লেগস্পিনার হিসেবে অধিনায়কের আস্থা অর্জন করেছেন তিনি। মিডল ওভারে বিপক্ষ ইনিংসে আঘাত হানতে তিনিই পয়লা বাজি। অবশ্য তাঁকে বিশ্রাম দিয়ে নতুন মুখ লেগস্পিনার ময়াঙ্ক মারকান্ডেকেও খেলানো হতে পারে।

কুলদীপ যাদব বিশ্রামে, ফলে যুজবেন্দ্র চহালের উপর বাড়তি দায়িত্ব থাকছে। আক্রমণাত্মক লেগস্পিনার হিসেবে অধিনায়কের আস্থা অর্জন করেছেন তিনি। মিডল ওভারে বিপক্ষ ইনিংসে আঘাত হানতে তিনিই পয়লা বাজি। অবশ্য তাঁকে বিশ্রাম দিয়ে নতুন মুখ লেগস্পিনার ময়াঙ্ক মারকান্ডেকেও খেলানো হতে পারে।

১১ ১২
বিশ্রামের পর জাতীয় দলে ফিরছেন তরতাজা জশপ্রীত বুমরা। অস্ট্রেলিয়ায় ভারতের টেস্ট সিরিজ জয়ের অন্যতম নায়ক ছিলেন তিনি। তার পর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ওভারের ক্রিকেটে বিশ্রাম দেওয়া হয়েছিল তাঁকে। বিশ্বকাপে তাঁর খেলা নিশ্চিত। এই সিরিজ তাই বুমরার আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার মঞ্চ।

বিশ্রামের পর জাতীয় দলে ফিরছেন তরতাজা জশপ্রীত বুমরা। অস্ট্রেলিয়ায় ভারতের টেস্ট সিরিজ জয়ের অন্যতম নায়ক ছিলেন তিনি। তার পর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ওভারের ক্রিকেটে বিশ্রাম দেওয়া হয়েছিল তাঁকে। বিশ্বকাপে তাঁর খেলা নিশ্চিত। এই সিরিজ তাই বুমরার আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার মঞ্চ।

১২ ১২
বুমরার সঙ্গে দ্বিতীয় পেসার হিসেবে খেলতে পারেন সিদ্ধার্থ কৌল। যদিও রঞ্জি ট্রফিতে দাপট দেখানোর পর উমেশ যাদবকেও অন্তর্ভুক্ত করা হয়েছে স্কোয়াডে। সিদ্ধার্থ অবশ্য নিউজিল্যান্ডেও ছিলেন দলের সঙ্গে। কিন্তু কোনও ম্যাচে সুযোগ পাননি। সেই কারণেই রবিবার খেলতে পারেন তিনি।

বুমরার সঙ্গে দ্বিতীয় পেসার হিসেবে খেলতে পারেন সিদ্ধার্থ কৌল। যদিও রঞ্জি ট্রফিতে দাপট দেখানোর পর উমেশ যাদবকেও অন্তর্ভুক্ত করা হয়েছে স্কোয়াডে। সিদ্ধার্থ অবশ্য নিউজিল্যান্ডেও ছিলেন দলের সঙ্গে। কিন্তু কোনও ম্যাচে সুযোগ পাননি। সেই কারণেই রবিবার খেলতে পারেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE