Advertisement
১০ মে ২০২৪

গ্রেগ ও সৌরভ আমলেও ছিল: রাই

‘‘কোচকে নিয়ে ক্রিকেটারদের অসন্তোষের ঘটনা চলছে সেই গ্রেগ চ্যাপেল, সৌরভ গঙ্গোপাধ্যায়ের সময় থেকে। এটা নতুন কিছু নয়,’’ মন্তব্য রাইয়ের। ভারতীয় মহিলা ক্রিকেট দলের কোচ তুষার আরোঠেকে সম্প্রতি সরে যেতে হয়েছে দলের একাংশের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে পড়ায়। সেই প্রসঙ্গেই প্রশ্ন করা হয়েছিল কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটরস (সিওএ) প্রধানকে।

নারাজ: মহিলাদের কোচ নিয়ে বিতর্ক চান না রাই। ফাইল চিত্র

নারাজ: মহিলাদের কোচ নিয়ে বিতর্ক চান না রাই। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ জুলাই ২০১৮ ০৪:৪৪
Share: Save:

ভারতীয় মহিলা দলের কোচ বিতর্ককে খুব বড় করে দেখতে চাইছেন না সুপ্রিম কোর্ট নিযুক্ত পর্যবেক্ষক দলের প্রধান বিনোদ রাই। তিনি বলে দিয়েছেন, এ রকম ঘটনা নতুন কিছু নয়। ভারতীয় ক্রিকেটে আগেও অনেক ঘটেছে।

‘‘কোচকে নিয়ে ক্রিকেটারদের অসন্তোষের ঘটনা চলছে সেই গ্রেগ চ্যাপেল, সৌরভ গঙ্গোপাধ্যায়ের সময় থেকে। এটা নতুন কিছু নয়,’’ মন্তব্য রাইয়ের। ভারতীয় মহিলা ক্রিকেট দলের কোচ তুষার আরোঠেকে সম্প্রতি সরে যেতে হয়েছে দলের একাংশের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে পড়ায়। সেই প্রসঙ্গেই প্রশ্ন করা হয়েছিল কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটরস (সিওএ) প্রধানকে।

বিশ্বস্ত সূত্রের খবর, ভারতীয় মহিলা দলের টি-টোয়েন্টি অধিনায়ক এবং তরুণ মুখ হনমনপ্রীত কৌরের সঙ্গে বনিবনা হচ্ছিল না তুষারের। ভারতের এক দিনের দলের অধিনায়ক মিতালি রাজ। টি-টোয়েন্টি নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে আক্রমণাত্মক ব্যাটসম্যান হরমনপ্রীতের হাতে। তুষার সরে যাওয়ার পরে তোপ দেগেছেন দলের অভিজ্ঞ খেলোয়াড়দের দিকে। তবে খবর হচ্ছে, ভারতীয় ক্রিকেটে গ্রেগ-সৌরভ, কুম্বলে-কোহালির পরে এটা আরও একটি কোচ বনাম অধিনায়কের সংঘাতের কাহিনি। নতুন অধিনায়ক হরমনপ্রীতের সঙ্গে নানা ব্যাপারেই মতের মিল হচ্ছিল না অভিজ্ঞ কোচ তুষার আরোঠের। শোনা যাচ্ছে, অন্যতম সিওএ সদস্য এবং প্রাক্তন মহিলা ক্রিকেটার ডায়না এডুলজির সমর্থন ছিল অধিনায়ক হরমনপ্রীতের দিকেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket Woman Vinod Rai
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE