এই ছবিটি এক ভারতীয় ক্রিকেটারের স্ত্রীর স্কুল বয়সের। নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম হ্যান্ডলে ছবিটি পোস্ট করেছেন তিনি। আর পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যেই সেটি ভাইরাল হয়ে যায়। পোস্ট হওয়ার চার ঘণ্টার মধ্যেই ছবিটিতে এক লক্ষ ২১ হাজারের বেশি লাইক পড়েছে।
ছবিটি সাক্ষী ধোনির স্কুলবেলার। ছবিতে দেখা যাচ্ছে পাঁচ ছাত্রী স্কুলের পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন। ছবিতে রয়েছেন সাক্ষীও। তবে খুঁটিয়ে না দেখলে তাঁকে সহজে চেনা যাবে না। ছবির একেবারে ডান দিকে রয়েছেন তিনি।
সাক্ষীদেহরাদূনের ওয়েলহ্যাম গার্লস স্কুলের ছাত্রী ছিলেন। ছবিটি সেই সময়কার। ইনস্টাগ্রামের পোস্টে সাক্ষী লিখেছেন, ‘গোল্ডেন ডেজ’ (সোনালী দিন)। দেহরাদূনে স্কুলের পড়া শেষ করে ঔরঙ্গাবাদে হোটেল ম্যানেজমেন্ট পড়তে যান সাক্ষী।
আরও পড়ুন : পাইথনের তাড়া খেয়ে ল্যান্ড রোভার নিয়ে পালাচ্ছেন পর্যটকরা!
আরও পড়ুন : পাখির মুখোশ পরা মানুষ? না, ভুল হচ্ছে...
সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় মহেন্দ্র সিংহ ধোনির স্ত্রী সাক্ষী। প্রায়ই তিনি ইনস্টাগ্রাম, টুইটারে পোস্ট করেন। এর আগেও সাক্ষী তাঁর স্কুল সময়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।