Advertisement
E-Paper

জামা খুলে জ্যাকসনের ‘মুনওয়াক’ নকল গেলের! ভিডিয়ো ভাইরাল

ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ক্রিস গেল। মাঠে ব্যাট হাতে যেমন ঝড় তোলেন। তেমনই মাঠের বাইরেও তাঁর কাজকর্ম নিয়ে আলোচনা হয় বিস্তর।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৯ ১৮:০৭
কালি গায়ে মুনওয়াক গেলের। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

কালি গায়ে মুনওয়াক গেলের। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ক্রিস গেল। মাঠে ব্যাট হাতে যেমন ঝড় তোলেন। তেমনই মাঠের বাইরেও তাঁর কাজকর্ম নিয়ে আলোচনা হয় বিস্তর। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে শেয়ার করেছেন একটি ভিডিয়ো। সেই ভিডিয়োতে গেলের নাচের ধরন নিয়েই এখন মেতেছেন নেটিজেনরা।

ক্রিকেট থেকে আপাতত দূরে রয়েছেন ক্যারিবিয়ান দৈত্য। ছুটি কাটাতে তিনি গিয়েছেন আমেরিকার নিউ ইয়র্কে। সেখানে গিয়েই একটি পার্টিতে নেচেছেন তিনি।

সাঁতার সেই নাচের ভিডিয়োতে সানগ্লাসের পাশাপাশি সাদা রঙের জামা গায়ে চড়িয়েছেন তিনি। কিন্তু সেই জামার সব বোতামই খোলা। যার জেরে উন্মুক্ত তাঁর অ্যাবস। সেই অবস্থাতেই মাইকেল জ্যাকসনের বিখ্যাত ‘মুন ওয়াক’ নাচের স্টেপস করছেন তিনি। এক মিনিট ৫৩ সেকেন্ডের এই ভিডিয়ো নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে।

দেখুন সেই ভিডিয়ো—

#UniverseBoss don’t wait on anyone to have fun 🙌🏿🕺🏾 If U want to Step - Step! 😁 #Friday13th #HappyWeekend 🕺🏾

A post shared by KingGayle 👑 (@chrisgayle333) on

আরও পড়ুন: নিলাম হবেই কলকাতায়, অশান্তি সত্ত্বেও নিশ্চিন্ত ফ্র্যাঞ্চাইজিরা

আরও পড়ুন: দেশের মাটিতে লজ্জার এই রেকর্ড করলেন ভারত-ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা

Chris Gayle Dancing Viral Video New York
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy