দক্ষিণ আফ্রিকায় ভারতীয় রিস্টস্পিনারদের দাপট প্রভাবিত করেছে সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের। নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ড্যানিয়েল ভেত্তোরিও শুক্রবার সেই বিষয়ে মুখ খুললেন। তাঁর মতে, যুজবেন্দ্র চহালকে আরও সাহসী বোলার করে তোলার পিছনে বিরাট কোহালির প্রচুর অবদান রয়েছে।
আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেন বিরাট ও চহাল। সেই দলের হয়েই এক সময় খেলতেন ভেত্তোরি। আইপিএলে এখন তিনি আরসিবির কোচ। অনেক দিন ধরেই তাই দু’জনকে কাছ থেকে লক্ষ্য করেছেন ভেত্তোরি। পাশাপাশি বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম ‘বোলারদের নরক’ হিসেবে পরিচিত। সেই মাঠেও ব্যাটসম্যানদের আক্রমণ করে বল করার সাহস তাঁকে বিরাটই দিয়েছে বলে মত ভেত্তোরির। তাঁর বক্তব্য, ‘‘যুজি (চহাল) সত্যিই একজন সাহসী বোলার। আইপিএলে ‘ব্যাটসম্যানদের স্বর্গ’ হিসেবে পরিচিত চিন্নাস্বামী স্টেডিয়াম। সেখানেও ব্যাটসম্যানদের আক্রমণ করতে দেখা যায় ওকে।’’ সঙ্গে তিনি যোগ করেন, ‘‘তবে বিরাটের থেকেই এই সাহসিকতা রপ্ত করেছে চহাল। আরসিবি ও ভারতীয় দলে বিরাটের নেতৃত্বে খেলার পরে ওর মধ্যে তফাতটা বেশ চোখে পড়ছে।’’
তবে শুধু চহাল নয়। ভারতীয় অধিনায়ক বিরাট কোহালিরও প্রশংসা করতে শোনা গেল ভেত্তোরিকে। বিরাটের নেতৃত্বের ধরন হৃদয় ছুঁয়েছে ভেত্তোরিরও। তিনি বলেছেন, ‘‘আরসিবির কোচ হওয়ার আগে ওর (বিরাট) সঙ্গে আমি খেলেছি। মাঠে আগ্রাসী মনোভাবের পাশাপাশি ড্রেসিংরুমে ও সম্পূর্ণ আলাদা একজন মানুষ। ম্যাচ শেষে প্রত্যেকের সমস্যার কথা ও মন দিয়ে শোনার চেষ্টা করে। পাশাপাশি দলের অভিজ্ঞ ক্রিকেটারদের পরামর্শও ও শোনে। সেটাই একজন বড় অধিনায়কের উদাহরণ।’’