Advertisement
২০ মে ২০২৪
Virat Kohli is confident

সিরিজের শুরুতে দল নিয়ে আত্মবিশ্বাসী অধিনায়ক কোহালি

ঐতিহাসিক টেস্টে অধিনায়কের আর্ম ব্যান্ড পরে নামবেন তিনি। তাঁর হাতেই ভারতের সম্মান। তাঁর দিকেই তাকিয়ে পুরো দেশ। নিজের খেলা দিয়ে সবার মন জয় করে নেওয়ার পাশাপাশি অধিনায়কত্বেও এখনই নিজের ছাপ রাখতে শুরু করেছেন বিরাট কোহালি।

কানপুরে সাংবাদিক সম্মেলনে বিরাট কোহালি। ছবি: পিটিআই।

কানপুরে সাংবাদিক সম্মেলনে বিরাট কোহালি। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৬ ২১:৫৭
Share: Save:

ঐতিহাসিক টেস্টে অধিনায়কের আর্ম ব্যান্ড পরে নামবেন তিনি। তাঁর হাতেই ভারতের সম্মান। তাঁর দিকেই তাকিয়ে পুরো দেশ। নিজের খেলা দিয়ে সবার মন জয় করে নেওয়ার পাশাপাশি অধিনায়কত্বেও এখনই নিজের ছাপ রাখতে শুরু করেছেন বিরাট কোহালি। গ্রিনপার্কে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ শুরু করার আগে আত্মবিশ্বাসী দেশের আক্রমণাত্মক এই অধিনায়ক। সাংবাদিক সম্মেলনে এসে জবাব দিলেন অনেক প্রশ্নেরই।

গ্রিন পার্কের পিচ

পিচ নিয়ে ভাবছি না। তবে এটা এমন একটা অংশ যেখানে আমাদের আরও উন্নতি করতে হবে। আমরা শ্রীলঙ্কার গলে টেস্ট হেরেছিলাম কারণ স্পিনের বিরুদ্ধে খেলতে পারিনি।

গল টেস্ট নিয়ে

স্পিন বোলিংয়ের ক্ষেত্রে আমাদের যে ব্যাটিং পরিকল্পনা ছিল সেটা কাজে লাগাতে পারিনি। কিন্তু সেই ম্যাচ থেকে শিক্ষা নিয়ে আমরা শুধরে নিয়েছি সমস্যাগুলো। ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকায় আমরা নজর দিয়েছিলাম পেস বোলিংয়ের উপর। যে কারণে স্পিন বোলিং খেলতে সমস্যা হয়েছিল। এই একটা জায়গা যেখানে আমাদের আরও কাজ করতে হবে।

স্পিন বোলিংয়ের বিরুদ্ধে ব্যাটিং

এখন আমরা স্পিন বোলিংয়ের বিরুদ্ধে ব্যাটিং নিয়ে অনেক কাজ করছি। ছোট ছোট বিষয় নিয়ে কাজ করছি। চ্যাম্পিয়ন হতে গেলে প্রতিপক্ষকে সুযোগ দেওয়া চলবে না। আর এটা একটা বড় জায়গা ছিল আমাদের কাজ করার। তবে ভাল দিক হল আমরা টানা অনেক টেস্ট খেলব।

ভারতীয় দল নিয়ে

আমরা এই মুহূর্তে বিশ্বের সেরা দল। এটা আমাদের বিশ্বাস। অনেক নতুন মুখ দলে আসে যাঁদের মধ্যে আত্মবিশ্বাসটা থাকে না। জায়গা হারানোর ভয়ে থাকে। এই সব ভাবনা থেকে বেরিয়ে আসাটাই আসল। যখন তুমি মাঠে নামবে তখন তোমাকে ভাবতে হবে আগামী ১০ বছর এই জায়গাটা তোমার। তাহলেই তুমি চিন্তামুক্ত হতে পারবে। এই টিম সেটা পারে। বোল্ড ক্রিকেটের সঙ্গে ঝুঁকি নিতে হবে। কিন্তু আমরা নিজেদের ক্ষমতা সম্পর্কেও নিশ্চিত। নিজেদের ক্ষমতা মাথায় রেখে প্রতিপক্ষকে মাথায় উঠতে না দেওয়াটাই লক্ষ্য।

অনুশীলনে অধিনায়ক বিরাট কোহালি। ছবি: পিটিআই।

প্রতিপক্ষ নিউজিল্যান্ড প্রসঙ্গে

আশা করছি দারুণ লড়াই হবে। ওরা হাল ছেড়ে দেওয়ার মতো দল নয়। ওদের দলে বেশ কয়েকজন ভাল প্লেয়ার রয়েছে। সেটাও মাথায় রাখতে হবে। গত কয়েক বছর ধরে ওদের লক্ষ্য করছি। ব্রেন্ডন ম্যাকালাম এই টিমটাকে একটা শেপ দিয়ে গিয়েছে। ওদের কাছে ক্রিকেটটাই জীবনের শেষ কথা নয়। ওরা খেলাটাকে উপভোগ করে।

কেন উইলিয়ামসন সম্পর্কে

আমার মনে হয় কেন উইলিয়ামসন দারুণভাবে দলকে নেতৃত্ব দেবেন।

এই মরসুম কতটা কাজে লাগবে

এই মরসুমে আমরা ১৩টি টেস্ট খেলব ঘরের মাটিতে। মোট ১৭টি টেস্ট খেলব। এটা এই দলের প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ। নিজেদের জায়গা ও লক্ষ্য স্থির করার সময়। এত টেস্ট টানা আমরা এর আগে খুব কমই খেলেছি।

প্রথম টেস্টের দল

প্রথম টেস্টে কী দল নামাব সেটা এখনও ভাবিনি। তবে সেট টিম ও উইনিং কম্বিনেশনের দিকে নজর রাখব। কন্ডিশনের উপর নির্ভর করেই ঠিক হবে দল।

আরও খবর

ঐতিহাসিক টেস্টের আগে কানপুরে বৃষ্টির ভ্রুকুটি

এ বার পুজোয় কোন রঙে মেতেছে কলকাতা?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

India New Zealand Test series
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE