তাঁর সোশ্যাল মিডিয়ায় কেমন হাকডাক সে তো সবাই জানেন। শুধু ভারতে নয়, দেশের বাইরেও সমান জনপ্রিয় বিরাট কোহালি। সে ক্রিকেট মাঠের বিরাট হোক বা সোশ্যাল মিডিয়া, সমান আধিপত্য ভারত অধিনায়কের।
ভাবছেন নিশ্চই এত কথা কেন বলছি?
কারণ তো অবশ্যই আছে। আর সেই কারণটা শুনলে চমকে যাওয়াটা স্বাভাবিক। নিজের ক্রিকেট রেকর্ডের মতো সোশ্যাল মিডিয়ায়ও সব রেকর্ডকে ছাপিয়ে গিয়েছেন তিনি। বিরাটের এই মুহূর্তে ইনস্টাগ্রাম ফলোয়ার এক কোটি ৫০ লাখ। ফেসবুকে তিন কোটি ৬০ লাখ ও টুইটারে দু’কোটি। আর যেখান থেকে বিরাট কোহালির লাভের পরিমাণ শুনলেও চমকে যেতে হবে।
আরও পড়ুন
২০২০ টি২০ বিশ্বকাপ পর্যন্ত খেলবে ধোনি: নেহরা
ফোর্বসের একটি তথ্য বলছে ভারত অধিনায়ক ইনস্টাগ্রামের প্রতিটি প্রচারমূলক পোস্ট থেকে তিন কোটি ২০লাখ টাকা রোজগার করেন। একই টাকা পান বিশ্ব ফুটবলের তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো। এই তালিকায় অবশ্য শীর্ষে রয়েছেন আমেরিকান অভিনেতা কেভিন হার্ট। এর আগে কোহালি প্রথম ফোর্বসের ব্র্যান্ড ভ্যালুর তালিকায় সাত নম্বরে জায়গা করে নিয়েছেন। তাঁর স্থান হয়েছিল মেসির আগে।