Advertisement
E-Paper

মাস্ক-ঝড়ের অপেক্ষায় প্রহর গুনছে শেয়ার বাজার, দেড় লক্ষ কোটি ডলারের আইপিও আনতে পারে মহাকাশ সংস্থা ‘স্পেসএক্স’

এ বার শেয়ারের দুনিয়ায় পা রাখতে চলেছে ধনকুবের মার্কিন শিল্পপতি ইলন মাস্কের মহাকাশভিত্তিক সংস্থা ‘স্পেসএক্স’। এর জন্য দেড় লক্ষ কোটি ডলারের আইপিও আনতে পারবে তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫ ১৬:০১
Elon Musk and SpaceX

মহাকাশ সংস্থা ‘স্পেসএক্স’-এর জন্য আইপিও আনবেন ধনকুবের মার্কিন শিল্পপতি ইলন মাস্ক। ছবি: সংগৃহীত।

শেয়ার বাজারে ‘সুনামি’ আনতে চলেছেন ধনকুবের মার্কিন শিল্পপতি ইলন মাস্ক। আগামী এক বছরের মধ্যে স্টকের দুনিয়ায় পা রাখবে তাঁর মহাকাশভিত্তিক সংস্থা ‘স্পেসএক্স’। সেই লক্ষ্যে ‘ইনিশিয়াল পাবলিক অফারিং’ বা আইপিও আনার যাবতীয় প্রস্তুতি নিচ্ছেন তিনি। আর্থিক বিশ্লেষকদের দাবি, এটা পুরোপুরি নির্ভর করবে ‘স্পেসএক্স’-এর কৃত্রিম উপগ্রহভিত্তিক ইন্টারনেট পরিষেবা প্রদানকারী শাখা ‘স্টারলিঙ্ক’-এর বাজারমূল্যের উপর, যা এক থেকে দেড় লক্ষ কোটি ডলার হতে পারে বলে মনে করা হচ্ছে।

মাস্কের ‘স্পেসএক্স’ কোনও গবেষণা ও উন্নয়ন বা আরএনডি (রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট) সংস্থা নয়। ২০২৩ সালে এর বাজারমূল্য ছিল ২৩ হাজার কোটি ডলার। পরবর্তী দু’বছরে সেই অঙ্ক বেড়ে ৩৫ হাজার কোটি ডলারে পৌঁছোয়। বিশেষজ্ঞদের দাবি, ‘স্পেসএক্স’-এর এ-হেন লক্ষ্মীলাভের নেপথ্যে রয়েছে সরাসরি উপগ্রহভিত্তিক ব্রডব্যান্ড শাখা ‘স্টারলিঙ্ক’-এর হাতযশ। এর জন্য পৃথিবীর নিম্নকক্ষে বিশ্বের বৃহত্তম কৃত্রিম উপগ্রহের পুঞ্জকে পরিচালনা করতে হয় তাদের।

বর্তমানে ১৫০টির বেশি দেশে ইন্টারনেট পরিষেবা প্রদান করছে ‘স্টারলিঙ্ক’। চলতি বছরের শেষে সংস্থাটির বার্ষিক আয় ১,৫০০ কোটি ডলারে পৌঁছোবে বলে আশাবাদী মাস্ক। খুব দ্রুত ভারতের বাজারে পা রাখবে তাঁর এই সংস্থা। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ব্রডব্যান্ড ব্যবহারের খরচের কথা ঘোষণা করে ‘স্টারলিঙ্ক’। কবে থেকে এর পরিষেবা পাওয়া যাবে, তা অবশ্য এখনও স্পষ্ট নয়।

মাস্কের সংস্থা জানিয়েছে, তাদের ব্রডব্যান্ড ব্যবহার করতে আপাতত প্রতি মাসে দিতে হবে ৮,৬০০ টাকা। এ ছাড়া যন্ত্রাংশ কিনতে লাগবে অতিরিক্ত ৩৪ হাজার টাকা। এ দেশের ক’জন ইন্টারনেটের জন্য এত খরচ করবেন, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠে গিয়েছে। তাতে অবশ্য বিন্দুমাত্র দমে যাচ্ছে না ‘স্টারলিঙ্ক’। ভারতের গ্রামীণ, দুর্গম ও প্রত্যন্ত এলাকায় ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়াই লক্ষ বলে জানিয়েছে তারা।

উল্লেখ্য, ২০১৯ সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় সৌদি আরবের অপরিশোধিত তেল সংস্থা ‘আরামকোর’। ওই সময় মেগা আইপিও নিয়ে এসে সারা বিশ্বে রীতিমতো হইচই ফেলে দিয়েছিল তারা। ‘আরামকোর’-এর সেই রেকর্ড আজও অক্ষত রয়েছে। মাস্কের ‘স্পেসএক্স’ তা ভাঙতে পারে বলে মনে করছেন বিশ্লেষকদের একাংশ।

Starlink Elon Musk IPO News
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy