Advertisement
E-Paper

এ বার আমাদের রোখা মুশকিল হবে, জিতেই চ্যালেঞ্জ ছুঁড়লেন কোহালি

তিন বছর আগে এই সিডনিতেই পুরো সময়ের জন্য ভারতীয় দলের অধিনায়কত্বের দায়িত্ব কোহালির কাঁধে বর্তেছিল। এখন তিনি অনেক পরিণত। বাইশ গজের লড়াইয়ে মগজাস্ত্র প্রয়োগে অনেক বেশি ধুরন্ধর।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০১৯ ১২:৪২
অস্ট্রেলিয়া বধের পর দলের প্রশংসায় উচ্ছ্বসিত কোহালি। ছবি: এএফপি।

অস্ট্রেলিয়া বধের পর দলের প্রশংসায় উচ্ছ্বসিত কোহালি। ছবি: এএফপি।

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক এই টেস্ট সিরিজ জয় তাঁর কেরিয়ারের সবচেয়ে বড় মাইলফলক। সদ্য সিরিজ জিতে উঠে নিজেই এ কথা বললেন বিরাট কোহালি। সোমবার সিডনিতে বর্ডার-গাওস্কর ট্রফির চতুর্থ তথা শেষ টেস্টের পঞ্চম দিনের খেলা বৃষ্টিতে পণ্ড হয়ে যেতেই ডাউন আন্ডারে ভারতের বহু কাঙ্খিত সিরিজ জয় মুঠোয় এসে গেল কোহালিদের।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে ভারতীয় ক্যাপ্টেন বললেন, “আমার কেরিয়ারের সেরা সাফল্য। ২০১১ সালে আমরা যখন বিশ্বকাপ জিতেছিলাম, তখনকার সেই দলটায় আমিই ছিলাম সর্বকনিষ্ঠ সদস্য। আমার চারপাশের মানুষগুলোকে অদ্ভুত আবেগপ্রবণ হয়ে পড়তে দেখেছিলাম। তবে, আমি নিজে কিন্তু সে ভাবে ব্যাপারটা উপলব্ধি করতে পারিনি। অস্ট্রেলিয়ায় এটা আমার তৃতীয় সফর। এতদিন ভারতীয় ক্রিকেট দল যা পারেনি এ বার আমরা সেটাই করে দেখালাম। স্বভাবতই এই সাফল্যের জন্য আমরা গর্বিত। নির্দ্বিধায় বলতে পারি, এই জয় আমাদের দলকে নতুন পরিচিতি এনে দেবে। ভবিষ্যতে এই কীর্তির পুনরাবৃত্তি ঘটাতে ভারতীয় ক্রিকেটের তরুণ প্রজন্মকে এই ফল বাড়তি উত্সাহ দেবে।’’

তিন বছর আগে এই সিডনিতেই পুরো সময়ের জন্য ভারতীয় দলের অধিনায়কত্বের দায়িত্ব কোহালির কাঁধে বর্তেছিল। এখন তিনি অনেক পরিণত। বাইশ গজের লড়াইয়ে মগজাস্ত্র প্রয়োগে অনেক বেশি ধুরন্ধর। কোহালি বলছেন, অজিদের গুহা থেকে টেস্ট সিরিজ ছিনিয়ে নিয়ে আসাটা ভারতীয় ক্রিকেটের ভিত্তিপ্রস্তর নতুন করে স্থাপন করবে। কোহালির কথায়, “আপনারা যদি দেখেন, এই দলটার ক্রিকেটারদের গড় বয়স খুবই কম। সবচেয়ে বড় কথা, ছেলেরা কখনও নিজেদের ওপর বিশ্বাস হারায়নি। বাইরে থেকে অন্য লোকজন কে কী বলল তা নিয়ে মাথা না ঘামিয়ে, নিজেদের ওপর বিশ্বাস রাখাটাই হল আসল কথা। তাতে সেরা ফলটা পাওয়া যায়। সাফল্যের খিদে অনেকটাই বেড়ে গিয়েছে। আমাদের রোখা এবার সত্যিই মুশকিল হবে। অস্ট্রেলিয়া সফরেই তা বোঝা গিয়েছে।”

আরও পড়ুন: অভিনন্দন! জয়ের পর মাঠেই বিরাটকে জড়িয়ে ধরলেন অনুষ্কা

আরও পড়ুন: ইতিহাস গড়ার পর কোহালির ভারতের প্রশংসায় উচ্ছ্বসিত ক্রিকেটমহল

(খেলার দুনিয়া নিয়ে বাংলায় খবর পড়তে চোখ রাখুন আমাদের খেলা বিভাগে।)

Cricket Cricketer Border-Gavaskar Trophy 2018 Virat Kohli
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy