ম্যাচ জেতার সঙ্গে সঙ্গে এ দিন একটা নতুন মাইলফলকও গড়ে ফেললেন ভারত অধিনায়ক বিরাট কোহালি। ওয়ান ডে ক্রিকেটে দ্রুততম আট হাজার রান তুলে ফেললেন তিনি। পিছনে ফেলে দিলেন এবি ডিভিলিয়ার্সকে। বৃহস্পতিবার সাব্বির রহমানের বলে ৮৮ রানে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই এই নতুন নজির গড়ে ফেলেন তিনি। ১৭৫ ইনিংসে আট হাজার রান পেরিয়ে গেলেন তিনি। ডিভিলিয়ার্স এর আগে ১৮২ ইনিংস খেলে আট হাজার রান পূর্ণ করেছিলেন। এই তালিকায় তিন ও চার নম্বরে যথাক্রমে সৌরভ গঙ্গোপাধ্যায় (২০০ ইনিংস) ও সচিন তেন্ডুলকর (২১০)। শিখর ধবনও এ দিন সৌরভ গঙ্গোপাধ্যায়কে টপকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি ৬৮০ রান তুলে ফেলেন। সৌরভের ছিল ৬৬৫।
এই টুর্নামেন্টে দুরন্ত ফর্মে রয়েছেন বিরাট কোহালি। একের পর এক ইনিংসে তিনি ধারাবাহিক ভাবে রান করে যাচ্ছেন সেখানেই যে ইংল্যান্ড এক সময় তাঁর কাঁটা হয়ে উঠেছিল।
আরও পড়ুন: ফাইনাল নিয়ে সতীর্থদের আগাম সতর্ক করছেন ‘আগ্রাসী’ কোহালি