Advertisement
E-Paper

নতুন ট্যাটু বিরাটের, ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

শনিবার মুম্বইয়ের এক নামজাদা ট্যাটু পার্লারে নতুন ট্যাটু করাতে দেখা যায় বিরাটকে। নিজের কাঁধের উপর ট্যাটু করান বিরাট। 

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ মার্চ ২০১৮ ১২:১৫
নতুন ট্যাটু করাতে ব্যস্ত বিরাট। ছবি: ইনস্টাগ্রাম।

নতুন ট্যাটু করাতে ব্যস্ত বিরাট। ছবি: ইনস্টাগ্রাম।

ব্যাট হাতে প্রতিপক্ষকে শাসন করতে তিনি যেমন দক্ষ তেমনই সৃজনশীল নিজের শরীরে কারুকার্য করাতে। বিরাটের ট্যাটু প্রেম জানেন না এমন ক্রিকেট অনুরাগী হয়তো নেই। আর সেই প্রেমই ফের দেখা গেল মু্ম্বইয়ের এক ট্যাটু পার্লারে।

সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সফর শেষে দেশে ফিরেছে টিম ইন্ডিয়া। দলের অন্যরা নিদাহাস ট্রফির জন্য তৈরি হলেও এই টুর্নামেন্টে বিশ্রাম দেওয়া হয়েছে ভারত অধিনায়ক বিরাটকে।

লাগাতার ক্রিকেটের পর এই ছুটিতে তাই নিজের ট্যাটু প্রেমকে আরও এক বার ঝালিয়ে নিলেন বিরাট।

আরও পড়ুন: মর্কেলদের প্রত্যাঘাত, তবু এগিয়ে স্মিথরা

আরও পড়ুন: দেওধরে আজ শামি বনাম উমেশ

শনিবার মুম্বইয়ের এক নামজাদা ট্যাটু পার্লারে নতুন ট্যাটু করাতে দেখা যায় বিরাটকে। নিজের কাঁধের উপর ট্যাটু করান বিরাট। বিরাটের নতুন ট্যাটু করানোর ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন ওই পার্লারের এক কর্মী। ছবিটি পোস্ট হওয়ার পর থেকেই তা রীতিমতো ছড়িয়ে পড়ে ভারতীয় ক্রিকেট সমর্থকদের মধ্যে।

The man himself @virat.kohli at Aliens Tattoo Bandra. The humblest superstar I've ever met 🙏🏼

A post shared by 💀Allan Gois💀 (@allan_f_gois) on

Virat Kohli Mumbai Cricket India
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy