Advertisement
০২ মে ২০২৪
Virat Kohli

পেসারদের দাপটে মুগ্ধ কোহালি

সোমবার আইসিসি ঘোষণা করেছে বিশ্ব টেস্ট ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার পুরস্কার মূল্য।

ত্রয়ী: ফুরফুরে কোহালি। সঙ্গে সিরাজ ও ইশান্ত। নিজেই টুইট করেন এই ছবি।

ত্রয়ী: ফুরফুরে কোহালি। সঙ্গে সিরাজ ও ইশান্ত। নিজেই টুইট করেন এই ছবি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৫ জুন ২০২১ ০৭:৫৫
Share: Save:

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে জোরকদমে প্রস্তুতি চলছে ভারতীয় দলের। সোমবার আজিয়াস বোল সংলগ্ন মাঠেই প্রস্তুতি চলে। মাঠে নামার আগে মহম্মদ সিরাজ ও ইশান্ত শর্মাকে নিয়ে অধিনায়ক বিরাট কোহালি একটি ছবি টুইট করেন। রোহিত শর্মা, চেতেশ্বর পুজারা ও ঋষভ পন্থকে নিয়ে আর একটি ছবি গণমাধ্যমে পোস্ট করেন যশপ্রীত বুমরাও।

ছবি পোস্ট করে ভারত অধিনায়ক লেখেন, ‘‘প্রত্যেক দিনই এই জোরে বোলাররা দাপট দেখিয়ে চলেছে।’’ বুমরা লেখেন, ‘‘দারুণ একটি প্রস্তুতির পরে প্রত্যেকের মেজাজ ফুরফুরে।’’

এ দিকে, সোমবার আইসিসি ঘোষণা করেছে বিশ্ব টেস্ট ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার পুরস্কার মূল্য। বিজয়ী দল পাবে প্রায় ১১ কোটি ৭০ লক্ষ টাকা। রানার্স দল পাবে সাড়ে পাঁচ কোটি টাকা। তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ র‌্যাঙ্কিংয়ের দলগুলোকেও পুরস্কার মূল্য দেবে আইসিসি।

১৮ জুন থেকে শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। তার আগে বুধবার থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে সাত বছর পরে টেস্ট খেলতে নামছে ভারতের মহিলা ক্রিকেট দল। সোমবার তাই টেস্ট বিশেষজ্ঞ অজিঙ্ক রাহানের পরামর্শ নিতে দেখা যায় হরমনপ্রীত কৌরদের। পরে সাংবাদিক বৈঠকে এসে তিনি জানিয়ে যান, রাহানের পরামর্শ নিয়েই মাঠে
নামবে দল।

হরমনপ্রীত বলেছেন, ‘‘লাল বলের ক্রিকেটে আমার অভিজ্ঞতা খুবই কম। শুধুমাত্র দু’টি টেস্ট খেলার অভিজ্ঞতা আছে।’’ যোগ করেন, ‘‘এত দিন পরে টেস্ট খেলতে নামার আগে অজিঙ্ক রাহানের পরামর্শ পেয়ে আমরা আপ্লুত। ওঁর দেওয়া পরামর্শ মেনেই টেস্টে খেলতে নামব আমরা।’’

হরমনপ্রীতের কাছে জানতে চাওয়া হয়, রাহানের থেকে তাঁরা কী জানতে চাইলেন? তাঁর উত্তর, ‘‘লাল বলের ক্রিকেটে কী রকম মানসিকতা নিয়ে ব্যাট করা উচিত, সে ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ পেয়েছি। রাহানে বলেছেন, টেস্টে কী ভাবে নিজের ইনিংস প্রত্যেকটি সেশনের সঙ্গে গড়তে হয়। কী ভাবে লক্ষ্য ছোট করে আনতে হয়। মানসিক ভাবে আমরাও প্রস্তুত।’’

টেস্টে এ বার শেফালি বর্মাকে খেলতে দেখা যেতে পারে। যা নিয়ে বাকিদের মতোই উত্তেজিত হরমনপ্রীত। বলেছেন, ‘‘ওর টেকনিক কখনওই পরিবর্তন করতে বলা হয় না। শেফালি এমন একজন ব্যাটসম্যান, যে বিপক্ষকে দমিয়ে রাখতে পছন্দ করে। আমি চাইব, টেস্টেও ও একই রকম ভঙ্গিতে খেলুক।’’

ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে পর্যাপ্ত প্রস্তুতি পায়নি ভারত। কিন্তু হরমনপ্রীত মনে করেন, আবহাওয়ার সঙ্গে ভাল ভাবেই মানিয়ে নিয়েছেন তাঁরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE