Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Virat Kohli

বিরাটই আমার প্রিয় ভারতীয় ক্রিকেটার, বলে দিলেন মিয়াঁদাদ

প্রশংসা: কোহালির ব্যাটিং এবং মানসিকতায় মুগ্ধ মিয়াঁদাদ।

প্রশংসা: কোহালির ব্যাটিং এবং মানসিকতায় মুগ্ধ মিয়াঁদাদ।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২২ মার্চ ২০২০ ০৪:১৪
Share: Save:

বিরাট কোহালির ব্যাটিংয়ে মুগ্ধ অনেক প্রাক্তন ক্রিকেটারই। এ বার সে তালিকায় যোগ হল আর একটি নাম— জাভেদ মিয়াঁদাদ। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারের মুখে শোনা যাচ্ছে বিরাটের ব্যাটিংয়ের প্রশংসা। মিয়াঁদাদের মতে, বিরাটের রেকর্ডই ওর প্রতিভা বুঝিয়ে দিচ্ছে।

শোয়েব আখতার এবং ইনজামাম উল হকের মতো মিয়াঁদাদও একটি ইউ টিউব চ্যানেল খুলেছেন। যেখানে কোহালিকে নিজের প্রিয় ভারতীয় ক্রিকেটার হিসেবে বেছে নিয়েছেন তিনি। ইউ টিউবে মিয়াঁদাদ বলেছেন, ‘‘আমাকে প্রশ্ন করা হয়েছিল, আপনার মতে ভারতীয় দলে সেরা ক্রিকেটার কে? আমি বিরাট কোহালিকে বেছে নিই। বিরাটই আমার প্রিয় ভারতীয় ক্রিকেটার।’’ মিয়াঁদাদ এও যোগ করেন, ‘‘আমার বেশি কিছু বলার দরকার নেই। বিরাটের পারফরম্যান্সই ওর হয়ে কথা বলবে। পরিসংখ্যান তো সবাই দেখতে পাচ্ছেন। তাই সেটা না মেনে উপায় নেই।’’

পেস হোক বা স্পিন, বিরাট যে সবেতেই স্বচ্ছন্দ, তা জানিয়েছেন মিয়াঁদাদ। প্রাক্তন পাক অধিনায়কের মতে, ‘‘দক্ষিণ আফ্রিকাতেও বিরাট ভাল খেলেছে। যে পিচে অসমান বাউন্স ছিল, সেখানেও সেঞ্চুরি করেছে। কেউ বলতে পারবে না, বিরাট ফাস্ট বোলারকে ভয় পায় বা বাউন্সি পিচে খেলতে পারে না বা স্পিনারদের বিরুদ্ধে স্বচ্ছন্দ নয়।’’

পাকিস্তানের হয়ে ১২৪টি টেস্ট খেলে ৮৮৩২ রান করেছেন মিয়াঁদাদ। ২৩৩ ওয়ান ডে ম্যাচ খেলে তিনি করেছেন ৭৩৮১ রান। শারজায় চেতন শর্মার শেষ বলে ছয় মেরে মিয়াঁদাদের ম্যাচ জেতানো ইনিংস এখনও অনেকেই ভুলতে পারেননি। সেই মিয়াঁদাদের মুখে কোহালির পাশাপাশি রোহিত শর্মার প্রশংসাও শোনা গিয়েছে। তিনি মনে করেন, এই দুই ভারতীয় ব্যাটসম্যানের খেলা দেখে মনে হয়, ব্যাটিং কত সোজা। সব সময় সোজাসাপ্টা কথা বলতে ভালবাসা মিয়াঁদাদ নিজের মনোভাব পরিষ্কার করে দিয়েছেন ভারত অধিনায়ককে নিয়ে। তিনি বলেছেন, ‘‘বিরাট খুব পরিচ্ছন্ন শট খেলে। বিরাটের ব্যাটিং দেখতে সত্যিই ভাল লাগে।’’

বিরাটের আরও একটা ব্যাপার ভাল লাগে মিয়াঁদাদের। সেটা হল, তাঁর বিনয়। মিয়াঁদাদের কথায়, ‘‘বিরাটের দক্ষতা যেমন উঁচু মানের, তেমনই ওর বিনয়। ও বাকি ব্যাটসম্যানের মতো নয় যে, কয়েকটা রান করেই বড়, বড় ভাব দেখাতে শুরু করে। বিরাট অন্যান্য ক্রিকেটার এবং ক্রিকেটকে যথেষ্ট সম্মান করে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE