Advertisement
E-Paper

ভনের কাছে সেরা কোহালিই, ‘গর্ব’ বলছেন বিগ বি

বিরাট কোহালির ৩৬তম ওয়ান ডে সেঞ্চুরি ভারতকে জয় এনে দেওয়ার পাশাপাশি বিশ্ব ক্রিকেটে আরও একটা তর্ক তুলে দিল। কোহালিকে এ বার কি বলা হবে? শুধুই এই প্রজন্মের শ্রেষ্ঠ ব্যাটসম্যান নাকি সর্বকালের সেরাও?

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০১৮ ০৩:৫৬
যাত্রী: বিশাখাপত্তনম যাওয়ার পথে কোহালির সঙ্গে খলিল। টুইটার

যাত্রী: বিশাখাপত্তনম যাওয়ার পথে কোহালির সঙ্গে খলিল। টুইটার

বিরাট কোহালির ৩৬তম ওয়ান ডে সেঞ্চুরি ভারতকে জয় এনে দেওয়ার পাশাপাশি বিশ্ব ক্রিকেটে আরও একটা তর্ক তুলে দিল। কোহালিকে এ বার কি বলা হবে? শুধুই এই প্রজন্মের শ্রেষ্ঠ ব্যাটসম্যান নাকি সর্বকালের সেরাও?

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কোহালির সেঞ্চুরি দেখে এতটাই মুগ্ধ মাইকেল ভন যে, বিরাটকে এক কথায় ‘জিওএটি’ হিসেবে চিহ্নিত করেছেন। ‘গোট’ অর্থাৎ ‘গ্রেটেস্ট অব অল টাইম’। সর্বকালের সেরা। প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক একটি ছাগলের ছবি টুইট করে কোহালির নাম লিখেছেন। তার পরে বলেছেন, ‘‘এটাই ঘটনা।’’

ফুটবল বিশ্বকাপের আগে একটি পত্রিকা ছাগলের সঙ্গে মেসির ছবি দিয়ে একই বক্তব্য রাখতে চেয়েছিল। অর্থাৎ সর্বকালের সেরা ফুটবলারের নাম মেসি-ই। একই ভাবে রজার ফেডেরার সম্পর্কেও এই ‘জিওএটি’ শব্দটি চালু আছে।

গুয়াহাটিতে রোহিত শর্মার সঙ্গে জুটিতে দলকে ম্যাচ জেতানোর পরে ভারত অধিনায়কের প্রশংসা শোনা যাচ্ছে অমিতাভ বচ্চনের মুখেও। তিনি বলেছেন, ‘‘কোহালিদের জন্য গর্ব হচ্ছে। দারুণ কৃতিত্বের এই জয়।’’

এত সহজে যে ৩২২ রান তাড়া করে ভারত ম্যাচ জিতবে, সেটা বোধ হয় অনেকেই আশা করেননি। কিন্তু সেটাই হয়েছে। সাতেরও বেশি ওভার বাকি থাকতে ম্যাচ জিতে যান কোহালিরা। যার পরে ভিভিএস লক্ষ্মণ টুইট করেন, ‘‘কোহালির খিদে আর ধারাবাহিকতা অবাক করার মতো। রোহিত শর্মার ব্যাটিংও অসাধারণ। গুয়াহাটির দর্শকরা দারুণ একটা ব্যাটিং প্রদর্শনী দেখলেন।’’

কোহালি এবং রোহিত শর্মার জুটি এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে বোলারদের কাছে ত্রাসের কারণ হয়ে উঠছে। কোহালি তো ম্যাচের শেষে এও বলে দিয়েছেন, ‘‘রোহিত যখন এই রকম মেজাজে খেলে, তখন কাজটা অনেক সহজ হয়ে যায়।’’

ভারতের অধিনায়ক এবং সহ-অধিনায়ককে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন বীরেন্দ্র সহবাগও। লিখেছেন, ‘‘জোড়া ধামাকা। কোহালি আর রোহিত কঠিন কাজটা সহজ করে দিল। অভিনন্দন।’’

ম্যাচের সেরা হয়ে ভারত অধিনায়ক বলেছেন, ‘‘আরও কয়েক বছর খেলব। তাই ক্রিকেটকে উপভোগ করতে চাই। দেশের হয়ে খেলাটা আমার কাছে গর্ব ও বড় সম্মান। কারণ এই সুযোগ সবার কাছে আসে না। তাই কোনও ম্যাচ বা প্রতিপক্ষকেই হাল্কা ভাবে নিই না। এই সততা বজায় রাখতে পারলেই খেলা আপনাকে কিছু ফিরিয়ে দেবে বলেই আমি মনে করি। আর সেটাই করে যাচ্ছি।’’ জিতলেও কোহালি সামান্য উদ্বিগ্ন ডেথ ওভার নিয়ে। বলেন, ‘‘শেষের দিকে আরও ভাল বোলিং করা উচিত ছিল।’’

Cricket India Michael Vaughan Amitabh Bachchan Virat Kohli
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy