ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নিয়ম অনুসারে এখন বিদেশ সফরে ক্রিকেটারদের সঙ্গে স্ত্রীরা থাকতে পারবেন দুই সপ্তাহ। তার বেশি থাকা যাবে না। আর এই নিয়মেই বদল চাইছেন ভারত অধিনায়ক বিরাট কোহালি।
বিসিসিআই-এর এক কর্তার কাছে বিরাট এই ব্যাপারে প্রথম কথা বলেন। তাঁকে বলা হয়, এই অনুরোধ প্রশাসকদের কমিটি বা সিওএ-র কাছে পৌঁছে দেওয়া হবে। প্রশাসকদের কমিটির সঙ্গে এই ব্যাপারে কথাও বলেন বোর্ডের সেই কর্তা। সিওএ তখন বলে যে দলের ম্যানেজারকে এই ব্যাপারে সরকারি ভাবে অনুরোধ করতে হবে।
ভারতীয় দলের ম্যানেজার সুনীল সুব্রহ্ম্যণমকে তাই এই ব্যাপারে অনুরোধ করতে বলা হয়েছে। তবে এই ইস্যুতে খুব তাড়াতাড়ি কোনও সিদ্ধান্ত হবে না। এটা বোর্ডের নীতিগত সিদ্ধান্তের মধ্যে পড়ছে। তাই বোর্ডে নতুন পদাধিকারীরা না আসা পর্যন্ত সিওএ এই ব্যাপারে সিদ্ধান্ত স্থগিত রাখছে।