ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারে কোহালি কী পছন্দ করে জানেন?
ফিট থাকতে প্রিয় খাবার বর্জন থেকে ঘণ্টার পর ঘণ্টা জিমে কাটানো তাঁর কাছে একেবারেই মামুলি বিষয়। সম্প্রতি এক সাক্ষাত্কারে নিজের ডায়েট চার্ট সামনে এনেছেন তিনি। এক বার নজর দেওয়া যাক তাঁর রোজকার খাদ্য তালিকার দিকে।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০১৭ ১২:১৮
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৮
অনেকের মতো বিরাটও মানেন দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার ব্রেকফাস্ট। তাই ভারী ব্রেকফাস্টই পছন্দ করেন তিনি। সাধারণত তিনটি এগ হোয়াইট এবং একটি হোল এগ দিয়ে বানানো ওমলেট দিয়ে দিন শুরু হয় তাঁর।
০২০৮
তার সঙ্গে থাকে কিছুটা শাকসবজি। আর ওমলেটের সঙ্গে থাকে গোলমরিচ ও সামান্য চিজ।
০৩০৮
এর পরেই আসে গ্রিলড বেকন বা স্মোকড স্যামন।
০৪০৮
এর পর পালা ফলের। সাধারণত কয়েক টুকরো পেঁপে, ড্রাগন ফ্রুট, তরমুজ থাকে ভারতীয় অধিনাকের ডায়েটে।
০৫০৮
সব শেষে আসে একটি বেশ বড় পাত্রে লেবু দেওয়া গ্রিন টি।