Advertisement
০৮ মে ২০২৪
ইডেনে মিশন শ্রীলঙ্কা: দফায় দফায় কলকাতায় এল ভারতীয় দল

আজই শহরে আসছেন কোহালি

চার দিন হল কলকাতায় এসেছে শ্রীলঙ্কা। কিন্তু এখনও তাদের ক্রিকেটাররা ইডেনের বাইশ গজ দেখতে যাননি। আজ, সোমবার যাবেন। আপাতত ইডেনের বাইশ গজ নিয়ে যা খবর, তাতে জানা যাচ্ছে, পিচ অন্তত দারুণ টার্নার হবে না।

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০১৭ ০৪:২৪
Share: Save:

ক্রিকেট জ্বরে কলকাতা সে ভাবে আক্রান্ত না হলেও ভারত-শ্রীলঙ্কা টেস্টের ঢাকে কাঠি পড়ে গেল রবিবারই। যখন রাতে কলকাতায় চলে এলেন কোচ রবি শাস্ত্রী-সহ বেশ কয়েক জন ভারতীয় ক্রিকেটার। যে তালিকায় রয়েছেন শিখর ধবন, উমেশ যাদব থেকে আর. অশ্বিন। আজ, সোমবার সকালে কলকাতায় এসে পড়ছেন ভারত অধিনায়ক বিরাট কোহালিও।

চার দিন হল কলকাতায় এসেছে শ্রীলঙ্কা। কিন্তু এখনও তাদের ক্রিকেটাররা ইডেনের বাইশ গজ দেখতে যাননি। আজ, সোমবার যাবেন। আপাতত ইডেনের বাইশ গজ নিয়ে যা খবর, তাতে জানা যাচ্ছে, পিচ অন্তত দারুণ টার্নার হবে না। নিউজিল্যান্ড টেস্টে যে রকম পিচ ছিল, অনেকটা সেই ধাঁচের পিচই হতে চলেছে আবার। তিন দিনের মাথায় স্পিনাররা সাহায্য পেতে পারেন। তার আগে পিচ ভাঙার সম্ভাবনা কম।

আগমন: রবিবার রাতে কলকাতা বিমানবন্দরে রবি শাস্ত্রী। মধ্য রাতে এলেন দলে ফেরা আর. অশ্বিনও।
বিকেলে দেখা গিয়েছে শিখর ধবনকে। বৃহস্পতিবার থেকে ইডেনে শুরু হচ্ছে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট। ছবি: সৌভিক দে।

শ্রীলঙ্কা সফরে গিয়ে ভারত টেস্ট সিরিজ সহজে জিতে এলেও দীনেশ চণ্ডীমলের দল মনে করছে, এ বার তাঁরা শক্ত চ্যালেঞ্জের মুখে ফেলতে পারবেন ভারতকে। সোমবার সকালে কোহালি এসে পৌঁছনোর পরে টেস্টের দামামা আরও ভাল করে বেজে যাবে বলে মনে করা হচ্ছে। রবিবার গভীর রাতে এসেছেন ইশান্ত শর্মা, ভুবনেশ্বর কুমারও।

শনিবার রাতে মুম্বইয়ে ভারতীয় ক্রীড়াবিদদের জন্য বিশেষ পুরস্কার অনুষ্ঠানে এক সঙ্গে হাজির হয়েছিলেন বিরাট কোহালি-অনুষ্কা শর্মা। দু’জনের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সেই ছবি আবার কোহালি এ দিন তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলের ছবিও করে দেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE