Advertisement
১৬ এপ্রিল ২০২৪
বিরাটরা ক্রাইস্টচার্চে, সিরিজ রক্ষার লড়াই
Sport News

পৃথ্বীকে সময় দিতে চান কোহালি

ওয়েলিংটনে দু’ ইনিংসে ওপেন করে পৃথ্বীর সংগ্রহ ১৬ এবং ১৪।

যাত্রা: ওয়েলিংটন থেকে ক্রাইস্টচার্চের পথে। ছবিতে (বাঁ দিক থেকে) কোহালি, ইশান্ত,  মায়াঙ্ক ও ঋষভ পন্থ। ক্রাইস্টচার্চেই হবে দ্বিতীয় টেস্ট। ছবি: টুইটার।

যাত্রা: ওয়েলিংটন থেকে ক্রাইস্টচার্চের পথে। ছবিতে (বাঁ দিক থেকে) কোহালি, ইশান্ত, মায়াঙ্ক ও ঋষভ পন্থ। ক্রাইস্টচার্চেই হবে দ্বিতীয় টেস্ট। ছবি: টুইটার।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২০ ০৭:২৮
Share: Save:

প্রথম টেস্টে ট্রেন্ট বোল্ট এবং টিম সাউদির বিরুদ্ধে সাফল্য পাননি পৃথ্বী শ। প্রশ্ন উঠছে, পেস বোলারদের বিরুদ্ধে তাঁর টেকনিক নিয়ে। কিন্তু ভারত অধিনায়ক বিরাট কোহালি আরও সময় দিতে চান এই তরুণ ব্যাটসম্যানকে।

ওয়েলিংটনে দু’ ইনিংসে ওপেন করে পৃথ্বীর সংগ্রহ ১৬ এবং ১৪। যেখানে তাঁর টেকনিকে ত্রুটি দেখতে পেয়েছেন বিশেষজ্ঞরা। পৃথ্বীর ব্যাটের ব্যাকলিফ্ট অনেক বেশি। অর্থাৎ ব্যাটটা তিনি খুব উঁচুতে রেখে স্টান্স নেন। যে কারণে দেখা যাচ্ছে শর্ট বল খেলার সময় পৃথ্বীর ব্যাটের মুখ আগে অন সাইডের দিকে ঘুরে যাচ্ছে। এবং শটে টাইমিং হচ্ছে না। নিউজ়িল্যান্ডের পেসাররা তাই পৃথ্বীর বিরুদ্ধে শর্ট বল কাজে লাগাচ্ছেন। প্রস্তুতি ম্যাচে স্কট কুগেলাইন শর্ট বল করেই আউট করেন পৃথ্বীকে। ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় ইনিংসে একই রাস্তায় হেঁটে সাফল্য পেয়েছেন বোল্টও।

কিন্তু কোহালি এখনই পৃথ্বীর টেকনিক নিয়ে কোনও আলোচনা করতে চান না। প্রথম টেস্টের পরে ভারত অধিনায়ক বলেছিলেন, ‘‘আগে এই ভাবে আট-দশ বার আউট হোক পৃথ্বী, তার পরে নাহয় ওর সঙ্গে আলোচনায় বসা যাবে। যে ছেলেটা সবে বিদেশ সফরে খেলা শুরু করেছে, তাকে নিয়ে এত কাটাছেঁড়া করা ঠিক নয়। আমি অন্তত কোনও সমস্যা দেখতে পাচ্ছি না।’’

আরও পড়ুন: বাউন্সার বৃষ্টি চলবে, দামামা বাজালেন ওয়্যাগনার

কোহালি মনে করেন, একই ভুল আট-দশ বার না হলে এই নিয়ে বেশি চিন্তা করার কিছু নেই। ভারত অধিনায়ক এ-ও বিশ্বাস করেন, আন্তর্জাতিক ক্রিকেটে সফল হতে গেলে নিজে থেকেই সমস্যার সমাধান খুঁজে নিতে হয়। কোহালির কথায়, ‘‘পৃথ্বী ঠিক বুঝতে পারবে ওর কোনও সমস্যা হচ্ছে কি না। রান করার রাস্তা ও ঠিক খুঁজে বার করতে পারবে। ও এক জন স্ট্রোকপ্লেয়ার। বড় রান করার অভিজ্ঞতা আছে পৃথ্বীর।’’

কেউ, কেউ মনে করছেন ওয়েলিংটনের বেসিন রিজার্ভের পিচের গতির সঙ্গে মানাতে না পেরেই সমস্যায় পড়ে গিয়েছেন পৃথ্বী। তবে শুধু পৃথ্বীই নন, ভারতের অভিজ্ঞ ব্যাটিং লাইনের কয়েক জনও একই সমস্যায় পড়েছেন। পিচের গতি ঠিক মতো বুঝতে পারেননি। কোহালির সাফ কথা, ‘‘যত তাড়াতাড়ি সম্ভব পিচের গতি-প্রকৃতি, পরিবেশ— এ সবের সঙ্গে মানিয়ে নিতে হবে। তা হলেই সাফল্য আসবে। পৃথ্বীর যখন এ সব নিয়ে পরিষ্কার ধারণা থাকে, তখন ও কিন্তু দারুণ আগ্রাসী ব্যাটসম্যান হয়ে ওঠে।’’

তবে কোহালি এটা মনে করিয়ে দিয়েছেন, অতীতে বিদেশ সফরে সাফল্য পাওয়ার পিছনে ওপেনারদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ থেকেছে। কোহালির মন্তব্য, ‘‘অতীতে বিদেশ সফরে সাফল্য পাওয়ার পিছনে ওপেনারদের বড় অবদান থাকত। ওপেনারদের স্পষ্ট ধারণা ছিল ওদের কী করবে হবে। ইতিবাচক মনোভাব নিয়ে ওপেনাররা খেলেছে, প্রয়োজনে ফিল্ডারদের মাথার ওপর দিয়ে শট মেরেছে। পৃথ্বীও কিন্তু সে রকমই এক জন ব্যাটসম্যান।’’ কোহালির আশা, ‘‘এক বার যখন পৃথ্বী বিশ্বাস করবে ওই ভাবে ব্যাট করতে পারবে ও, তখন ছবিটাই বদলে যাবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket Cricketer Virat Kohli Rishabh Pant
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE