Advertisement
১৯ এপ্রিল ২০২৪

আজ থেকে টি-টোয়েন্টিতেও মনে হয় বিরাট আধিপত্য দেখব

ওয়ান ডে-তে ভারত যে ভাবে আধিপত্য রেখে জিতল, সে ভাবেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও বিরাটদেরই আধিপত্য দেখা যাবে বলেই আমার বিশ্বাস। যদিও এটা ঠিক যে, যত ছোট ফর্ম্যাটের খেলা হয়, তত দু’টো দলের মধ্যে পার্থক্য কমে আসে।

সৌরভ গঙ্গোপাধ্যায়
শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ০৪:৩৮
Share: Save:

টেস্ট সিরিজ হারার পরে ওয়ান ডে সিরিজে দুর্দান্ত ফর্মে দেখা গেল ভারতকে। ভারতের ৫-১ সিরিজ জয়ে বিরাট কোহালি যে ভাবে ব্যাট করল, সেটা দেখে মুগ্ধ হয়ে যেতে হয়। দু’টো দলের মধ্যে ও-ই ফারাক হয়ে গেল। বিরাটের আরও যে ব্যাপারটা আমার দারুণ লাগল, সেটা হল, নিয়মরক্ষার ম্যাচেও যে তীব্রতা নিয়ে ও ব্যাট করল।

ওয়ান ডে-তে ভারত যে ভাবে আধিপত্য রেখে জিতল, সে ভাবেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও বিরাটদেরই আধিপত্য দেখা যাবে বলেই আমার বিশ্বাস। যদিও এটা ঠিক যে, যত ছোট ফর্ম্যাটের খেলা হয়, তত দু’টো দলের মধ্যে পার্থক্য কমে আসে। কিন্তু তা সত্ত্বেও বলব, এই দক্ষিণ আফ্রিকার যা অবস্থা, তাতে ভারতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে ওদের খেলার মান অনেক উন্নত করতে হবে।

টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকা অনেক নতুন ক্রিকেটার নামাচ্ছে। দক্ষিণ আফ্রিকার এই দল নির্বাচন কিন্তু আমাকে বেশ অবাক করেছে। ভারত হল এমন একটা দল, যাদের বিরুদ্ধে যে কোনও দেশই খেলার জন্য মুখিয়ে থাকে। অথচ ভারতের বিরুদ্ধেই দক্ষিণ আফ্রিকার দল নির্বাচন অনেক ক্ষেত্রেই আমি ঠিক বুঝতে পারলাম না। শেষ ওয়ান ডে ম্যাচে ওরা ডেভিড মিলারকে বাইরে রাখল। আবার দেখছি কাগিসো রাবাডাকে টি-টোয়েন্টি স্কোয়াডে রাখেনি। জে পি ডুমিনি টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেবে, কিন্তু শেষ ওয়ান ডে ম্যাচে ওকে দলে নেওয়া হল না। আবার পোর্ট এলিজাবেথে যে ছেলেটা ভাল বল করল, সেই তাব্রেইজ শামশিকে শেষ ওয়ান ডে ম্যাচে খেলাল না দক্ষিণ আফ্রিকা। খেলানো হল ইমরান তাহিরকে। মানছি, যে দলটা হারছে, সেই দলটা পরিবর্তনের মধ্যে দিয়ে যায়। কিন্তু দক্ষিণ আফ্রিকা দলে এমন সব পরিবর্তন করল, যার কোনও কারণ আমি খুঁজে পেলাম না।

দক্ষিণ আফ্রিকার আরও একটা বড় সমস্যা হয়ে থাকল এ বি ডিভিলিয়ার্সের খারাপ ফর্ম। অতীতের ছায়া লাগছিল ওকে। তবে এটাও ঠিক, চোটের জন্য একবার ছিটকে যাওয়ার পরে ফিরে আসাটা সব সময় কঠিন। তার ওপর ভারতীয় বোলাররা ক্রমাগত চাপ সৃষ্টি করে গেল ডিভিলিআর্সের ওপর।

টি-টোয়েন্টিতেও দক্ষিণ আফ্রিকার চ্যালেঞ্জ হতে চলেছে মাঝের আট ওভার। ভারতীয় দলে আবার সুরেশ রায়নার প্রত্যাবর্তন ঘটতে চলেছে। এটা রায়নার সামনে একটা ভাল সুযোগ হবে নিজেকে আবার প্রমাণ করার। সদ্য সমাপ্ত ওয়ান ডে সিরিজে ভারতীয় মিডল অর্ডার ব্যাটসম্যানরা সে ভাবে খেলতে পারেনি। টি-টোয়েন্টিতে ভাল খেললে কিন্তু রায়নার সামনে সুযোগ এসে যেতে পারে ওয়ান ডে টিমে ফিরে আসার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Virat Kohli Sourav Ganguly T20 Cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE