Advertisement
২০ এপ্রিল ২০২৪

ইনদওরে বিরাট ব্যাটেই বিশাল রানের দিকে ভারত

ঘড়ির কাটায় তখন ঠিক বিকেল চারেট বেজে ৪০ মিনিট হয়েছে। ব্যাট হাতে ক্রিজে অধিনায়ক বিরাট কোহালি আর অজিঙ্ক রাহানে। এক রান নিয়ে রাহানেকে স্ট্রাইক দিতেই টেস্ট ক্রিকেটে নিজের ১৩তম সেঞ্চুরিটি সেরে ফেললেন ভারত অধিনায়ক।

সেঞ্চুরির পর বিরাট কোহালি। ছবি: রয়টার্স।

সেঞ্চুরির পর বিরাট কোহালি। ছবি: রয়টার্স।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০১৬ ১৮:৫৭
Share: Save:

তৃতীয় টেস্ট-প্রথম দিন (ইনদওর)

ভারত ২৬৭/৩

ঘড়ির কাটায় তখন ঠিক বিকেল চারেট বেজে ৪০ মিনিট হয়েছে। ব্যাট হাতে ক্রিজে অধিনায়ক বিরাট কোহালি আর অজিঙ্ক রাহানে। এক রান নিয়ে রাহানেকে স্ট্রাইক দিতেই টেস্ট ক্রিকেটে নিজের ১৩তম সেঞ্চুরিটি সেরে ফেললেন ভারত অধিনায়ক। ঠিক তখন, যখন তাঁর ব্যাট হাতে জ্বলে ওঠার কথা ছিল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটো টেস্টে ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ ভারত অধিনায়ক। কিন্তু প্রশ্ন ওঠার আগেই যেন জবাবটা দিয়ে রাখলেন। বুঝিয়ে রান না পাওয়াটা সাময়িক ছিল। যে ভাবে আত্মবিশ্বাসের সঙ্গে দেশের অধিনায়কত্ব করেন ঠিক সে ভাবেই ১৩তম সেঞ্চুরিটিও সেরে ফেললেন তিনি। উল্টো দিকে যোগ্য সঙ্গত রাহানের। অধিনায়কের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ে ভারতের রানকে পৌঁছে দিলেন একটা উচ্চতায়। না হলে এই সিরিজের প্রথম দুটো ম্যাচেই প্রথমে ব্যাট নিয়ে শুরুতে মুখ থুবরে পড়তে হয়েছিল। বোলিং ভাগ্য অনেক ক্ষেত্রে বাঁচিয়ে দিয়েছে সে ৫০০তম টেস্টই হোক বা ঘরের মাঠে ৫০ টেস্ট।

যদিও শনিবার ইনদওরে ভারতের জার্সিতে প্রত্যাবর্তনটা খুব সুখকর হল না গৌতম গম্ভীরের জন্য। বোল্টের বলে এলবিডব্লু হয়ে ফিরলেন মাত্র ২৯ রান করে। ওপেনার মুরল বিজয়ও ভরসা দিতে পারেননি। মাত্র ১০ রানে আউট হন তিনি। তিন নম্বরে এসে ৪১ রানে আউট হয়ে প্যাভেলিয়নে ফেরেন চেতেশ্বর পূজারা। এর পর ভারতীয় ইনিংসের হাল ধরেন স্বয়ং অধিনায়ক। সঙ্গে রাহানে। ৪৮তম টেস্টে এল বিরাটের ১৩তম সেঞ্চুরি। একটি ডবল সেঞ্চুরিও আছে সেই তালিকায়। বিরাটের প্রথম প্রথম টেস্ট সেঞ্চুরি এসেছিল ২০১২তে। সে বার ৯ ম্যাচে তিনটি সেঞ্চুরি করেছিলেন। এর পর ২০১৪তে দুটো, ২০১৪য় চারটে, ২০১৫তে দুটো সেঞ্চুরি ছিল তাঁর ঝুলিতে। এই বছরের দ্বিতীয়টি সেরে ফেললেন আজই।

আরও পড়ুন: দশেরার হোলকারে ভিড় সামলাতে তালা

এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। প্রথম দিনের শেষে ৯০ ওভারে ভারতের রান ২৬৭/৩। ১০৩ রানে বিরাট ও ৭৯ রানে রাহানে রয়েছেন ক্রিজে। দ্বিতীয় দিনের শুরুটা ভাল করতে পারলে এই সিরিজে প্রথম বড় রানের ইনিংস খেলবে ভারত। এদিন বিরাট কোহালির ইনিংস সাজানো ছিল ১০টি বাউন্ডারিতে। ১৯১ বলে ১০৩ রান করেন তিনি। বিরাট আগেই স্বীকার করে নিয়েছিলেন বড় স্ট্রোক খেলায় স্বচ্ছ্ল নন তিনি। বরং ছোট ছোট রানে পাহাড় তৈরি করতে ভালবাসেন তিনি। এদিনও তাইই করলেন। উল্টোদিকে রাহানের ৭৯ রানের অপরাজিত ইনিংস সাজানো থাকল ৯টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারিতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Virat Kohli Test Match NZ Indore
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE